ঢাকা ১১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ প্রতারণা করে অর্থ আদায়, ৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের উন্নয়নের কথা বলা হবে: সালাহউদ্দিন আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে বাংলাদেশকে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি বিএনপি নেতার মৃত্যু, অভিযানে অংশ নেওয়া সব সেনা সদস্যকে প্রত্যাহার

বিশ্ব অর্থনীতিতে অসমতা বৃদ্ধিতে উদ্বেগ

অাকাশ জাতীয় ডেস্ক:

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টিন লাগার্দে গত সপ্তাহে হার্ভার্ড ইউনিভার্সিটিতে আলোচনা করছিলেন। তাঁর কাছে কিছু সুসংবাদ ছিল। যেমন বিশ্বের প্রায় ৭৫ শতাংশ দেশেই অর্থনীতি ঊর্ধ্বমুখী রয়েছে। তাহলে তাঁর বক্তব্যের শিরোনাম কেন ছিল ‘এ টাইম টু রিপেয়ার দ্য রুপ’? এর একটি কারণ হচ্ছে আইএমএফ সবাইকে নিয়েই চিন্তা করে। শুধু তাদের নিয়ে নয়, যারা ভালো করছে। বরং বিশ্বের ৭৫ শতাংশ অর্থনীতি যদি প্রবৃদ্ধি করে তার মানে ২৫ শতাংশ বা তারও বেশি প্রবৃদ্ধি করছে না। আইএমএফের উদ্বেগ সেখানেই। এর মধ্যে বেশ কিছু দেশ রয়েছে আফ্রিকার। যদিও সেখানে নাইজেরিয়া এবং দক্ষিণ আফ্রিকার মতো বড় দুই অর্থনৈতিক দেশ রয়েছে। এ দুটি দেশ মাত্র মন্দা থেকে বেরিয়ে এসেছে, এখনো টলমলভাবে হাঁটছে। আইএমএফের ২০১৭ সালের পূর্বাভাসে দেখা যায়, সাব-সাহারা আফ্রিকার প্রবৃদ্ধি হবে ২.৬ শতাংশ।
যেখানে ১৯৯৯-২০০৮ সময়ে বিশ্বের গড় প্রবৃদ্ধি ছিল ৫.৬ শতাংশ।

লাগার্দে বলেন, অর্থনৈতিক পুনরুদ্ধার এখনো চলছে। অনেক দেশ খুব ধীরগতিতে এগোচ্ছে আবার গত বছর ৪৭ দেশই মাথাপিছু জিডিপিতে নেতিবাচক ছিল। আর এ কারণেই লাগার্দে মনে করেন অর্থনৈতিক অসাম্য বিরাজ করছে। তিনি বলেন, চীন, ব্রাজিল এবং ভারতের মতো দেশগুলোর মধ্যে অর্থনৈতিক যে ব্যবধান রয়েছে তা কমে আসছে। কিন্তু এ দেশগুলোর ভেতরে যে ব্যবধান রয়েছে তা অনেকটাই থেকে যাচ্ছে।

বিশ্লেষকদের মতে, ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়া, ব্রিটেনের ইইউ ত্যাগ এবং জার্মানিতে ডানপন্থীদের উত্থান এ সবই অর্থনৈতিক অনাস্থা থেকেই তৈরি হয়েছে। লাগার্দে মনে করেন এ অবস্থায় ধনী দেশগুলোর অনেক করণীয় রয়েছে। ধনী দেশগুলোকে অনেক বেশি ব্যয় করতে হবে এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোকে আরো স্পষ্টভাবে যোগাযোগ করতে হবে এবং সরকারি ঋণ নিয়ন্ত্রণে আনতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্ব অর্থনীতিতে অসমতা বৃদ্ধিতে উদ্বেগ

আপডেট সময় ০৪:২৭:১৫ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টিন লাগার্দে গত সপ্তাহে হার্ভার্ড ইউনিভার্সিটিতে আলোচনা করছিলেন। তাঁর কাছে কিছু সুসংবাদ ছিল। যেমন বিশ্বের প্রায় ৭৫ শতাংশ দেশেই অর্থনীতি ঊর্ধ্বমুখী রয়েছে। তাহলে তাঁর বক্তব্যের শিরোনাম কেন ছিল ‘এ টাইম টু রিপেয়ার দ্য রুপ’? এর একটি কারণ হচ্ছে আইএমএফ সবাইকে নিয়েই চিন্তা করে। শুধু তাদের নিয়ে নয়, যারা ভালো করছে। বরং বিশ্বের ৭৫ শতাংশ অর্থনীতি যদি প্রবৃদ্ধি করে তার মানে ২৫ শতাংশ বা তারও বেশি প্রবৃদ্ধি করছে না। আইএমএফের উদ্বেগ সেখানেই। এর মধ্যে বেশ কিছু দেশ রয়েছে আফ্রিকার। যদিও সেখানে নাইজেরিয়া এবং দক্ষিণ আফ্রিকার মতো বড় দুই অর্থনৈতিক দেশ রয়েছে। এ দুটি দেশ মাত্র মন্দা থেকে বেরিয়ে এসেছে, এখনো টলমলভাবে হাঁটছে। আইএমএফের ২০১৭ সালের পূর্বাভাসে দেখা যায়, সাব-সাহারা আফ্রিকার প্রবৃদ্ধি হবে ২.৬ শতাংশ।
যেখানে ১৯৯৯-২০০৮ সময়ে বিশ্বের গড় প্রবৃদ্ধি ছিল ৫.৬ শতাংশ।

লাগার্দে বলেন, অর্থনৈতিক পুনরুদ্ধার এখনো চলছে। অনেক দেশ খুব ধীরগতিতে এগোচ্ছে আবার গত বছর ৪৭ দেশই মাথাপিছু জিডিপিতে নেতিবাচক ছিল। আর এ কারণেই লাগার্দে মনে করেন অর্থনৈতিক অসাম্য বিরাজ করছে। তিনি বলেন, চীন, ব্রাজিল এবং ভারতের মতো দেশগুলোর মধ্যে অর্থনৈতিক যে ব্যবধান রয়েছে তা কমে আসছে। কিন্তু এ দেশগুলোর ভেতরে যে ব্যবধান রয়েছে তা অনেকটাই থেকে যাচ্ছে।

বিশ্লেষকদের মতে, ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়া, ব্রিটেনের ইইউ ত্যাগ এবং জার্মানিতে ডানপন্থীদের উত্থান এ সবই অর্থনৈতিক অনাস্থা থেকেই তৈরি হয়েছে। লাগার্দে মনে করেন এ অবস্থায় ধনী দেশগুলোর অনেক করণীয় রয়েছে। ধনী দেশগুলোকে অনেক বেশি ব্যয় করতে হবে এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোকে আরো স্পষ্টভাবে যোগাযোগ করতে হবে এবং সরকারি ঋণ নিয়ন্ত্রণে আনতে হবে।