অাকাশ নিউজ ডেস্ক:
অনেক অনেক কিছু৷ সাধারণভাবে আমরা যখন বাইরে যাই হনিমুনেরও সেইসব জিনিসই লাগবে৷ তবে এমন কিছু জিনিস রয়েছে সেগুলি সবার চোখ এড়িয়ে, চুপিচুপি ভরে নিতে হবে ব্যাগে৷
১) প্রথমেই প্লেন , ট্রেনের টিকিট, পাসপোর্ট, ভিসা এবং হোটেল, গাড়ি বুকিংয়ের যাবতীয় কাগজপত্র আর তার জেরক্স গুছিয়ে নিন৷ তবে দুটো কপিই একসঙ্গে রাখবেন না৷ সঙ্গে রাখুন দুজনের পরিচয়পত্র৷
২) টাকাপয়সা, ডেবিট কার্ড, ট্রাভেল ইনসিওরেন্স, ফরেন এক্সচেঞ্জ সবসময় সঙ্গে রাখবেন প্রয়োজনের তুলনায় একটু বেশিই৷ এবং বাড়ির লোকজনের কিছু এমারজেন্সি কন্ট্যাক্ট নম্বর৷
৩) কিছু স্টাইলিশ জামাকাপড়, মানে আপনি যেটা বিয়ের শপিং-এ হনিমুন স্পেশাল হিসেবেই কিনেছিলেন, সেগুলো চটপট ভরে নিন৷ তবে সাধারণ পোশাকও ২-৩ টে রাখবেন৷
৪) ক্যামেরা, প্রয়োজনীয় ওষুধ, হেডফোন, মোবাইল চার্জার, মেকআপ কিট, জুয়েলারি নিন প্রয়োজন অনুসারে৷ খুব বেশি পরে নিজেকে মিউজিয়ামন বানাবেন না৷
৫) অন্তর্বাসে একটু সাহসী না হতে পারলে হনিমুনটাই বৃথা৷একটু নতুন ফ্যাশনের লঁজারি সেট কিনে একেবারে আলাদা করে রাখুন হনিমুন স্পেশালের জন্য৷ তবে আগে থেকে প্যাকিং খুলবেন না৷ তাহলে সারপ্রাইজটাই মাঠে মারা যাবে৷ফিতে বাঁদা, দুপাশে ফিতে, একপাশ খোলা যেরকম ইচ্ছে কিনে নিন এই স্পেশাল কদিনের জন্য৷
৬) যে ওষুধ যতই নিন না কেন সঙ্গে এমারজেন্সি কন্ট্রাসেপটিভ পিলস রাখবেনই৷ যদি নিতে ভুলেও যান, তাহলে নেমেই কিনে নিন৷ আনতে ভুলে গিয়েছেন বলে এনজয় করবেন না, তেমনটা তো আর নববিবাহিত দম্পতিরা মানবেন না এবং অবশ্যই এক প্যাকেট কন্ডোম৷ একটু ব্যতিক্রমী রোমাঞ্চ চাইলে ফ্লেভার্ড কন্ডোমও রাখতে পারেন৷
৭) ঘরে সাজানোর জন্য গোটা কয়েক সেন্টেড ক্যান্ডেল রাখার আইডিয়াটা মন্দ নয়৷
৮) সঙ্গে অ্যারোমা অয়েল বা ম্যাসাজ অয়েল মাস্ট৷ কাকে দিয়ে ম্যাসাজ করাবেন রোজ, এই প্রশ্নটা আর না-ই বা করলেন৷
৯) সেক্স টয়ও হনিমুনে দারুণ উত্তেজনা বাড়ায়৷ তবে এটা নেবেন কি না তা আপনার পতিদেবতাটির সঙ্গে একবার আলোচনা করে নিন৷ ওর পছন্দ এবং রুচিটা জানাও জরুরি৷
১০) অনেকদিনের ঘোরার প্রোগ্র্যাম থাকলে সঙ্গে রাখতে পারেন লুব্রিকেটিং জেলও৷কারণ প্রথমবারের সহবাসে আপনার নিজেকে খুব একটা কমফর্টেবল মনে না-ও হতে পারে৷
১১) সেন্টেড সাবান, চকোলেট সস, রোমান্টিক মিউজিক সিডি, শ্যাম্পেন , রুম স্প্রে ছাড়া আপনার হনিমুনটা একেবারেই নিরামিশ হয়ে যাবে৷ তাই এগুলো ভুলবেন না৷
১২) দু-তিন রকমের বডি স্প্রে আর পারফিউম রাখুন৷ আবেদনময়ী হয়ে উঠতে গেলে নাইটির পরার পর একবার গায়ে না লাগালেই নয়৷
১৩) নিজেকে আত্মবিশ্বাস রাখুন৷ কে কী কী জিনিসের দায়িত্বে থাকবেন, তা দুজনে ঠিক করে রাখুন৷ দরকারে করে ফেলুন ছোট একটা লিস্টো৷ আর কোনও কিছু ভুলে গেলও চিন্তা নেই৷ গিয়ে কিনে নেবেন৷প্রাণভরে হনিমুন উপভোগ করুন৷
আকাশ নিউজ ডেস্ক 

























