অাকাশ নিউজ ডেস্ক:
ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোস্ট থেকে ১১টি স্বর্ণের বারসহ রুকসনা বেগম (২৫) নামে এক নারী পাসপোর্ট যাত্রীকে আটক করা হয়েছে। আটকৃত ১১টি বারে ওজন পৌনে তিন কেজি। শনিবার সকাল ১০টায় বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যা তাকে আটক করে। আটক রুকসনা ঢাকার মুগদা থানাধীন মানিকনগর এলাকার আবুল হোসেনের মেয়ে।
বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত কর্মকর্তা উপ-পরিচালক মোহাম্মদ আবদুস সাদেক বলেন, আটক নারীর বিষয়ে তাদের কাছে আগে থেকে গোপন খবর ছিলো। পরে বেনাপোল কাস্টমস-চেকপোস্টের কাজ শেষে বের হওয়ার পথে তাকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে পৌনে তিন কেজি ওজনের ১১টি স্বর্ণের বার পাওয়া যায়। যার বাজার মূল্য এক কোটি ৪০ লাখ টাকা। তাকে জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া চলছে বলে জানান এই কর্মকর্তা।
আকাশ নিউজ ডেস্ক 























