ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩ ইস্যুতে নির্বাচন কমিশন ভবন ঘেরাও কর্মসূচি ছাত্রদলের মানবিক বাংলাদেশ গড়ায় আপনাদের সহযোগিতা চাই : নজরুল ইসলাম জুলাই গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় আমির হামজার বিরুদ্ধে বিক্ষোভ, কুশপুত্তলিকায় জুতার মালা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ ‘আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না’ গুম হওয়া পরিবারের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান কালি নয়, জুলাই জাতীয় সনদ ‘রক্ত ও প্রাণের বিনিময়ে’ লেখা হয়েছে : আলী রীয়াজ প্রার্থিতা প্রত্যাহার করলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী

বাড়ির এই দুটি কোণে আয়না রাখলেই হু হু করে আসবে টাকা!

অাকাশ নিউজ ডেস্ক:

দর্পণ৷ আয়না৷ বলা হয় মুখই নাকি মনের আয়না৷ তাই মন পরিষ্কার থাকলেই মুখেও তার প্রতিফলন দেখা যায়৷ আর নিজেকে খুশি রাখা নিজের হাতেই অনেকটা৷ তবে এই খুশি অনেকটা নির্ভর করে আপনার বাড়ির পরিবেশ এবং পকেটের অবস্থা কতটা ভালো রয়েছে তার ওপর৷ আর এগুলো অনেকটাই আবার নির্ভর করে বাস্তুবিজ্ঞানের ওপর৷ এই বাস্তুবিজ্ঞান মতে বাস্তুদোষ দূর করতে পারে কিন্তু আয়না৷ বাড়ির নির্দিষ্ট কোণে যদি আয়না লাগান তাহলে কিন্তু কেল্লাফতে৷ শুধু যে পরিবেশেরই উন্নতি তাই নয় সেই সঙ্গে ব্যাংক ব্যালান্সও নাকি বাড়তে পারে হু হু করে৷

১) বলা হয়ে থাকে সকালে ঘুম থেকে উঠেই আয়নায় কখনও নিজের চেহারা দেখা উচিত নয়, তাতে নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে শরীরে৷

২) বাস্তুবিজ্ঞান অনুযায়ী ঘরের পূর্ব দিকে আয়না রাখলে তাতে স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব পড়ে৷ সন্তানসুখের সম্ভাবনাও থাকে৷

৩) ঘরের উত্তর দিকে দরজা-জানলা না থাকলে এখানে আয়না রাখা উচিত৷ উত্তর দিকটি ধনদেবতা কুবেরের দিক বলে মনে করা হয়৷ তাই এখানে আয়না রাখার কথাটি ভেবে দেখতে পারেন৷

৪) উত্তর দিকে আয়না লাগানো সম্ভব না হলে পূর্বদিকে আয়না রাখতে পারেন, এর ফলেও ধনবৃদ্ধি হতে পারে৷৫) রান্নাঘরের সামনে আয়না রাখলে তাতেও কিন্তু উন্নতির সম্ভাবনা রয়েছে৷

৫) রান্নাঘরের সামনে আয়না রাখলে তাতেও কিন্তু উন্নতির সম্ভাবনা রয়েছে৷

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাজার চাহিদার ভিত্তিতেই বিমানের বোয়িং কেনা: সিইও

বাড়ির এই দুটি কোণে আয়না রাখলেই হু হু করে আসবে টাকা!

আপডেট সময় ১১:৩৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০১৭

অাকাশ নিউজ ডেস্ক:

দর্পণ৷ আয়না৷ বলা হয় মুখই নাকি মনের আয়না৷ তাই মন পরিষ্কার থাকলেই মুখেও তার প্রতিফলন দেখা যায়৷ আর নিজেকে খুশি রাখা নিজের হাতেই অনেকটা৷ তবে এই খুশি অনেকটা নির্ভর করে আপনার বাড়ির পরিবেশ এবং পকেটের অবস্থা কতটা ভালো রয়েছে তার ওপর৷ আর এগুলো অনেকটাই আবার নির্ভর করে বাস্তুবিজ্ঞানের ওপর৷ এই বাস্তুবিজ্ঞান মতে বাস্তুদোষ দূর করতে পারে কিন্তু আয়না৷ বাড়ির নির্দিষ্ট কোণে যদি আয়না লাগান তাহলে কিন্তু কেল্লাফতে৷ শুধু যে পরিবেশেরই উন্নতি তাই নয় সেই সঙ্গে ব্যাংক ব্যালান্সও নাকি বাড়তে পারে হু হু করে৷

১) বলা হয়ে থাকে সকালে ঘুম থেকে উঠেই আয়নায় কখনও নিজের চেহারা দেখা উচিত নয়, তাতে নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে শরীরে৷

২) বাস্তুবিজ্ঞান অনুযায়ী ঘরের পূর্ব দিকে আয়না রাখলে তাতে স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব পড়ে৷ সন্তানসুখের সম্ভাবনাও থাকে৷

৩) ঘরের উত্তর দিকে দরজা-জানলা না থাকলে এখানে আয়না রাখা উচিত৷ উত্তর দিকটি ধনদেবতা কুবেরের দিক বলে মনে করা হয়৷ তাই এখানে আয়না রাখার কথাটি ভেবে দেখতে পারেন৷

৪) উত্তর দিকে আয়না লাগানো সম্ভব না হলে পূর্বদিকে আয়না রাখতে পারেন, এর ফলেও ধনবৃদ্ধি হতে পারে৷৫) রান্নাঘরের সামনে আয়না রাখলে তাতেও কিন্তু উন্নতির সম্ভাবনা রয়েছে৷

৫) রান্নাঘরের সামনে আয়না রাখলে তাতেও কিন্তু উন্নতির সম্ভাবনা রয়েছে৷