অাকাশ জাতীয় ডেস্ক:
কুষ্টিয়ার কুমারখালীর বাধবাজারস্থ্য কালীগঙ্গা নদী থেকে অপহরণের ৪দিন পর রাকিবুল ইসলাম (৩২) নামের এক প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোরে বাধবাজার ক্যাম্প সংলগ্ন কালীগঙ্গা নদী থেকে অপহৃতের লাশ উদ্ধার করে।
কুমারখালী থানার ওসি আব্দুল খালেক জানান, উপজেলার চাপড়া ইউনিয়নের পাহাড়পুর স্কুলপাড়া গ্রামের মন্টু বিশ্বাসের ছেলে রাকিবুল (৩২) গত দুমাস আগে মালয়েশিয়া থেকে ছুটিতে বাড়িতে আসে। বৃহস্পতিবার সন্ধ্যায় সে পাশের গ্রাম কাঞ্চনপুর তার শ্বশুর বাড়িতে যায়। এরপর আর সে বাড়ি ফিরে আসেনি।
রাকিবুলের ছোট ভাই রকিব জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ভাই রাকিবুল তার মটরসাইকেল নিয়ে শ্বশুর বাড়ি যায়।কিছু সময় পরে বাধবাজার এসে ছোট ভাই রকিবকে মটরসাইকেল দিয়ে আবার শ্বশুর বাড়িতে চলে যায়। তারপর রাত ১০ টার দিকে ফোন দিয়ে বাড়িতে আসবে জানায় রাকিবুল।এর কিছু সময় পর তার মোবাইল বন্ধ হয়ে যায় বলে জানান পরিবারের সদস্যরা।
এরপর রাকিবের শ্বশুর বাড়ির লোকজন ও পরিবারের সদস্যারা স্থানীয় আত্মীয় স্বজনসহ সাম্ভব্য সব জায়গাতে খোজ করেও রাকিবের কোন সন্ধান পাইনি। পরে আজকে ভোরে স্থানীয়রা কালীগঙ্গানদীতে একটি লাশ দেখতে পেয়ে।পরিবারের লোকজনকে খবর দেয়, তারা এসে তার রাকিবুলের লাশ নিশ্চিত করে।
এ ঘটনায় পুলিশ চাপড়া ইউনিয়ন পরিষদের প্যানেল মেম্বার শ্যামপুরগ্রামের ইব্রাহিম শাহর ছেলে মনোয়ার হোসেন লালন ও সোহেল নামের দুইজনকে আটক করেছে। অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) আবুল কালাম সাহিদ জানান, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। দোষীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।
আকাশ নিউজ ডেস্ক 
























