আকাশ নিউজ ডেস্ক :
মাত্র আড়াই দিনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এমন এক কাজ করেছে, যা মানুষের জ্যোতির্বিজ্ঞানীদের করতে বছরের পর বছর সময় লাগত। নাসার হাবল স্পেস টেলিস্কোপের ৩৫ বছরের প্রায় ১০ কোটি ছবি বিশ্লেষণ করে এআই ১ হাজার ৩০০–এর বেশি বিরল মহাজাগতিক বস্তু শনাক্ত করেছে। এর অনেকগুলোই আগে কখনো বৈজ্ঞানিক গবেষণায় নথিভুক্ত হয়নি।
ইউরোপীয় মহাকাশ সংস্থার গবেষক ডেভিড ও’রায়ান ও পাবলো গোমেজ ‘অ্যানোমালিম্যাচ’ নামে একটি নিউরাল নেটওয়ার্ক (মানুষের মস্তিষ্কের মতো কাজ করা এআই ব্যবস্থা) তৈরি করেন। এটি হাবল লেগেসি আর্কাইভে প্রয়োগ করা হয়। পুরো ৩৫ বছরের তথ্য একসঙ্গে বিশ্লেষণ করে অস্বাভাবিক মহাজাগতিক বস্তু খোঁজার এটি প্রথম উদ্যোগ। গবেষণাটি সোমবার ‘অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
চিহ্নিত বস্তুগুলোর মধ্যে রয়েছে ১৩৮টি সম্ভাব্য গ্র্যাভিটেশনাল লেন্স, ৪১৭টি নতুন গ্যালাক্সি সংযুক্তির ঘটনা, ১৮টি জেলিফিশ গ্যালাক্সি এবং দুটি সংঘর্ষজনিত রিং গ্যালাক্সি। পাশাপাশি কিছু প্রোটোপ্ল্যানেটারি ডিস্কও ধরা পড়েছে, যেগুলো দেখতে হ্যামবার্গার বা প্রজাপতির মতো।
গবেষকদের মতে, শনাক্ত বস্তুগুলোর প্রায় ৬৫ শতাংশের কোনো আগের বৈজ্ঞানিক রেফারেন্স নেই। অর্থাৎ এগুলো জ্যোতির্বিজ্ঞানের জন্য একেবারেই নতুন। বিপুল তথ্যের চাপ সামলাতে এআই এখন বড় ভরসা হয়ে উঠছে। সামনে আরও শক্তিশালী টেলিস্কোপ চালু হলে এ ধরনের প্রযুক্তি নতুন অজানা মহাবিশ্ব উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আকাশ নিউজ ডেস্ক 

























