আকাশ আন্তর্জাতিক ডেস্ক :
ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে তুলে আনার ঘটনায় এবার চীনের সঙ্গে সুর মেলালো যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র জার্মানি।
মার্কিন পররাষ্ট্রনীতির কঠোর সমালোচনা করে জার্মানির প্রেসিডেন্ট ফ্রাংক-ভাল্টার স্টেইনমেয়ার বলেছেন, যুক্তরাষ্ট্র বিশ্ব শৃঙ্খলব্যবস্থা ধ্বংস করছে।
তিনি বলেছেন, “বৈশ্বিক ব্যবস্থা ভেঙে পড়ে যেন ‘লুটের আড্ডায়’ পরিণত না হয়, নীতিহীনরা যেন ইচ্ছেমতো দখলদারিত্ব না চালাতে পারে– সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।”
যদিও তিনি ভেনেজুয়েলায় মার্কিন হামলার কথা সরাসরি বলেননি, তবে তার ইঙ্গিত সেদিকেই ছিল বলে মনে করছেন বিশ্লেষকরা।
সম্প্রতি একইভাবে ভেনেজুয়েলা ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
তিনি বলেছেন, “একতরফা আধিপত্যবাদে আন্তর্জাতিক শৃঙ্খলা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।”
শি জিনপিং বলেন, “বর্তমানে বিশ্ব যে ধরনের পরিবর্তন এবং অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে, তা এক শতাব্দীতেও দেখা যায়নি। একতরফা আধিপত্যবাদ আন্তর্জাতিক শৃঙ্খলাকে ক্ষতিগ্রস্ত করছে। কোনও দেশের জনগণ যে উন্নয়নের পথ বেছে নিয়েছে, সকল রাষ্ট্রের উচিত সেটিকে সম্মান করা। আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদ মেনে চলা উচিত সকলের। বিশেষত বৃহৎ শক্তিগুলোর উচিত এ ক্ষেত্রে সামনে থেকে নেতৃত্ব দেওয়া।”
গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ব্যাপক বিমান হামলা ও স্থল অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে আসে মার্কিন বাহিনী।
ভেনেজুয়েলা ইস্যুতে প্রথম থেকেই সরব চীন। তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিক বিবৃতি জারি করেছে। অবিলম্বে মাদুরো এবং তার স্ত্রীর মুক্তি দাবি করেছে বেইজিং। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংও বিষয়টি নিয়ে সরাসরি যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেন।
তার পথ অনুসরণ করে এবার জার্মানির প্রেসিডেন্টও একই কথা বললেন।
আকাশ নিউজ ডেস্ক 



















