আকাশ আন্তর্জাতিক ডেস্ক :
ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট বলেছেন, ‘ফিলিস্তিন ভূখণ্ডে যা ঘটছে তাকে সহিংস ও হত্যামূলক যুদ্ধ ছাড়া অন্য কোনোভাবে সংজ্ঞায়িত করার উপায় নেই। ইসরাইলি বসতি স্থাপনকারীদের এ সহিংসতা কেবল কিছু প্রান্তিক উগ্রবাদীর কাজ নয়; বরং এটি রাজনীতি, পুলিশ এবং সামরিক কর্তৃপক্ষের সহায়তায় পরিচালিত একটি সুপরিকল্পিত অভিযান।
শুক্রবার (২ জানুয়ারি) ইসরাইলি সংবাদপত্র হারেৎজে তার নিজের প্রকাশিত একটি নিবন্ধে তিনি এসব কথা বলেন।
ওলমার্ট বলেন, ফিলিস্তিনিদের ওপর এ হামলার উদ্দেশ্য হলো ধীরে ধীরে তাদের ওপর ‘জাতিগত নিধন ও গণ-উচ্ছেদ’ চালানো। বেশির ভাগই দাঙ্গাকারীদের আটক না করাটা কোনো কাকতালীয় বিষয় নয়। আমি পূর্ণ দায়িত্ব নিয়ে বলছি, এটি বর্তমান সরকারের একটি সুনির্দিষ্ট নীতি।
সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালীন অবৈধ বসতি সম্প্রসারণের অনুমোদন দিয়েছিলেন। ২০০৮ থেকে ২০০৯ সালে গাজায় সামরিক অভিযানের সময় যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্তও হন। সে সময় ১ হাজার ৪০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ মানুষ গৃহহীন হয়।
গাজায় বসতি স্থাপনকারীদের হামলার হার নিয়ে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ক দপ্তর থেকে বলা হয়, অক্টোবর মাসেই ২৬০টির বেশি হামলার ঘটনা ঘটেছে, যা ২০০৬ সালে মনিটরিং শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ মাসিক রেকর্ড। জাতিসংঘের পরিসংখ্যান আরও জানায়, এর ফলে ৩ হাজার ২০০ জনের বেশি ফিলিস্তিনি জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছেন।
অবৈধ স্থাপন সম্পর্কে ওলমার্টের বলেন, ‘ইসরাইল পুলিশ এ সন্ত্রাসের সঙ্গে সহযোগিতা করছে। ফিলিস্তিন ভূখণ্ডে পুলিশের এ পরিকল্পিত এবং উদ্দেশ্যমূলক মদদকে খুনে গুন্ডামি ছাড়া আর কিছু বলা যায় না। বসতি স্থাপনকারীদের সহিংসতা রাজনৈতিক নেতা ও স্থানীয় প্রশাসন সমর্থন দিচ্ছে। এটি গুটিকতক উচ্ছৃঙ্খল কিশোরের কাজ নয়; এটি একটি সামরিক ও সন্ত্রাসী মিলিশিয়া বাহিনী যারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে ওই ভূখণ্ডে অ-ইহুদি সবকিছু ধ্বংস করছে, পুড়িয়ে দিচ্ছে এবং মানুষ হত্যা করছে।’
নিবন্ধ প্রকাশের কিছুদিন আগে প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেন, এ সহিংসতার পেছনে মাত্র ‘গুটিকতক কিশোর’ দায়ী এবং তার সরকার বিষয়টি খতিয়ে দেখছে।
নিবন্ধে ওলমার্ট ইসরাইলের অভ্যন্তরীণ রাজনৈতিক সংঘাতের বিষয়েও সতর্কবার্তা দিয়েছেন। যেখানে তিনি অভিযোগ করেন, কট্টর ডানপন্থী মন্ত্রীরা একটি রাজনৈতিক হত্যাকাণ্ডের পরিবেশ তৈরি করছেন।
আকাশ নিউজ ডেস্ক 

























