ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায় পটুয়াখালীতে দুই বান্ধবীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ধর্ষকের মা সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জরুরি নির্দেশনা শিশু পানিতে পড়লেই বাজবে সাইরেন, কল যাবে ফোনে,দাবি ভোলার তরুণ উদ্ভাবকএর আমেরিকার উস্কানিতে ইরানে বিক্ষোভ : মাসুদ পেজেশকিয়ান আমার মনোনয়ন বাতিল করার কোনো কারণ ছিল না: মাহমুদুর রহমান মান্না ব্রিটিশ সরকারকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিলেন ইলন মাস্ক ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাণিজ্যে প্রভাব পড়বে না : শেখ বশিরউদ্দীন

মাদুরো এখনো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট: পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল বলেছেন, নিকোলাস মাদুরো এখনো দেশের প্রেসিডেন্ট। মাদুরোকে গ্রেফতার করা হয়েছে—এমন দাবির পর রাষ্ট্র পরিচালনা ও ক্ষমতার উত্তরাধিকার নিয়ে যে প্রশ্ন উঠেছে, তার জবাব দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। খবর সিএনএন।

শনিবার (৩ জানুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে গিল বলেন, ‘সংবিধান স্পষ্ট। নির্বাচিত প্রেসিডেন্ট—সংবিধানসম্মত প্রেসিডেন্ট হলেন নিকোলাস মাদুরো মোরোস। তার শারীরিক উপস্থিতি ভেনেজুয়েলায় অবিলম্বে ফিরিয়ে আনতে হবে। যুক্তরাষ্ট্র সরকার যে পদক্ষেপ নিয়েছে, তা একটি লঙ্ঘন।’

তিনি জোর দিয়ে বলেন, ভেনেজুয়েলার সংবিধান এখনও বহাল আছে এবং সেটিই দেশ পরিচালনা করছে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘প্রতিষ্ঠানগুলো পূর্ণ সক্ষমতায় কাজ করছে। আমাদের সশস্ত্র বাহিনী মোতায়েন রয়েছে, পুলিশও মোতায়েন রয়েছে, জনগণও সক্রিয় রয়েছে। মাতৃভূমি ও সার্বভৌমত্ব রক্ষায় সবকিছু সক্রিয়। বিশ্বাস রাখুন—এটি একটি শক্তিশালী রাষ্ট্র। আমাদের সংবিধান দৃঢ় ও মজবুত, যা ইতিহাসজুড়ে আমরা যেমন দেখিয়েছি, তেমনি এই পরিস্থিতি এবং যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে সক্ষম।’

এর আগে, ভেনেজুয়েলায় হামলা চালানো এবং ‘দেশটির নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে’ বলে জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলা ও তার নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ব্যাপক হামলা চালিয়েছে এবং স্ত্রীসহ তাকে আটক করা হয়েছে। পরে তাদের দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে।’

টানা কয়েক মাসের হুমকির পর ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ দেশটির বিভিন্ন স্থানে সিরিজ বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। শনিবার (৩ জানুয়ারি) ভোরে এই হামলার খবর নিশ্চিত করেছেন একজন মার্কিন কর্মকর্তা।

প্রত্যক্ষদর্শী এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, স্থানীয় সময় রাত ২টা থেকে টানা দেড় ঘণ্টা ধরে কারাকাসের আকাশে প্রচণ্ড বিস্ফোরণ, যুদ্ধবিমানের গর্জন এবং ঘন কালো ধোঁয়া আচ্ছন্ন হয়ে ছিল।

হামলার পরপরই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং জাতীয় প্রতিরক্ষা বাহিনীকে মোতায়েন করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কলম্বিয়ায় বিমান বিধ্বস্তে জনপ্রিয় সংগীতশিল্পী নিহত

মাদুরো এখনো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট: পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল

আপডেট সময় ১০:৫৪:২৯ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল বলেছেন, নিকোলাস মাদুরো এখনো দেশের প্রেসিডেন্ট। মাদুরোকে গ্রেফতার করা হয়েছে—এমন দাবির পর রাষ্ট্র পরিচালনা ও ক্ষমতার উত্তরাধিকার নিয়ে যে প্রশ্ন উঠেছে, তার জবাব দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। খবর সিএনএন।

শনিবার (৩ জানুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে গিল বলেন, ‘সংবিধান স্পষ্ট। নির্বাচিত প্রেসিডেন্ট—সংবিধানসম্মত প্রেসিডেন্ট হলেন নিকোলাস মাদুরো মোরোস। তার শারীরিক উপস্থিতি ভেনেজুয়েলায় অবিলম্বে ফিরিয়ে আনতে হবে। যুক্তরাষ্ট্র সরকার যে পদক্ষেপ নিয়েছে, তা একটি লঙ্ঘন।’

তিনি জোর দিয়ে বলেন, ভেনেজুয়েলার সংবিধান এখনও বহাল আছে এবং সেটিই দেশ পরিচালনা করছে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘প্রতিষ্ঠানগুলো পূর্ণ সক্ষমতায় কাজ করছে। আমাদের সশস্ত্র বাহিনী মোতায়েন রয়েছে, পুলিশও মোতায়েন রয়েছে, জনগণও সক্রিয় রয়েছে। মাতৃভূমি ও সার্বভৌমত্ব রক্ষায় সবকিছু সক্রিয়। বিশ্বাস রাখুন—এটি একটি শক্তিশালী রাষ্ট্র। আমাদের সংবিধান দৃঢ় ও মজবুত, যা ইতিহাসজুড়ে আমরা যেমন দেখিয়েছি, তেমনি এই পরিস্থিতি এবং যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে সক্ষম।’

এর আগে, ভেনেজুয়েলায় হামলা চালানো এবং ‘দেশটির নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে’ বলে জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলা ও তার নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ব্যাপক হামলা চালিয়েছে এবং স্ত্রীসহ তাকে আটক করা হয়েছে। পরে তাদের দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে।’

টানা কয়েক মাসের হুমকির পর ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ দেশটির বিভিন্ন স্থানে সিরিজ বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। শনিবার (৩ জানুয়ারি) ভোরে এই হামলার খবর নিশ্চিত করেছেন একজন মার্কিন কর্মকর্তা।

প্রত্যক্ষদর্শী এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, স্থানীয় সময় রাত ২টা থেকে টানা দেড় ঘণ্টা ধরে কারাকাসের আকাশে প্রচণ্ড বিস্ফোরণ, যুদ্ধবিমানের গর্জন এবং ঘন কালো ধোঁয়া আচ্ছন্ন হয়ে ছিল।

হামলার পরপরই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং জাতীয় প্রতিরক্ষা বাহিনীকে মোতায়েন করেছেন।