আকাশ আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাম্প্রতিক বক্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন ও ভিত্তিহীন’ আখ্যা দিয়ে তা নাকচ করেছে পাকিস্তান। শনিবার এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর (এফও) জানায়, ভারত আবারও প্রতিবেশী হিসেবে নিজের উদ্বেগজনক ভূমিকা আড়াল করতে চেষ্টা করছে।
পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে সরাসরি জয়শঙ্করের নাম উল্লেখ না করা হলেও, ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত তার মন্তব্যের পরই এ প্রতিক্রিয়া আসে। প্রতিবেদনে বলা হয়, জয়শঙ্কর সন্ত্রাসবাদের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার প্রসঙ্গে ‘খারাপ প্রতিবেশী’ শব্দটি ব্যবহার করেন।
এই বক্তব্যের কয়েক দিন আগেই বাংলাদেশের সংসদে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার আয়াজ সাদিকের সঙ্গে সাক্ষাৎ করেন এবং প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে রাখা শোকবইয়ে মন্তব্য লেখেন। সংসদের বিবৃতি অনুযায়ী, তিনি স্পিকারের সঙ্গে করমর্দন করেন এবং নিজেকে পরিচয় করিয়ে দেন।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানায়, ভারত নিজের কর্মকাণ্ড থেকে মনোযোগ সরাতে বারবার এ ধরনের অভিযোগ তোলে। বিবৃতিতে দাবি করা হয়, বিশেষ করে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমে ভারতের সংশ্লিষ্টতার প্রমাণ রয়েছে, যা আন্তর্জাতিকভাবে পরিচিত।
আকাশ নিউজ ডেস্ক 
























