আকাশ জাতীয় ডেস্ক :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এক জীবনের মহাকাব্য, বাংলাদেশের মা দেশনেত্রী খালেদা জিয়া রেইনবো নেশনের স্বপ্ন দেখিয়েছিলেন। সব রং মিলে যেমন রঙধনু হয়েছে, তেমনি সব সম্প্রদায়ের মানুষ, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন। সেই দেশকে দেখতে চেয়েছিলেন দেশনেত্রী খালেদা জিয়া।
শুক্রবার দুপুরে নগরীর প্যারেড মাঠে ড. জ্ঞানশ্রী মহাথেরোর ‘জাতীয় অনিত্য সভা ও স্মৃতিচারণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ড. জ্ঞানশ্রী মহাথেরো আজীবন যা করে গেছেন, তা আমরা অনুসরণ করতে পারিনি। আজকে সময় এসেছে সবাই মিলে এগুলো অনুসরণ ও ধারণ করার। তার দর্শন আগামীর জাতি গঠনে আমাদের জন্য পাথেয় হয়ে থাকবে।
আমির খসরু বলেন, আগামী দিনে কোনো বৈষম্য সৃষ্টির সুযোগ থাকবে না। আমরা সেটাকে ধারণ করে এগিয়ে যাচ্ছি। মৃত্যুঞ্জয়ী মহীয়সী দেশনেত্রী আজ আমাদের মধ্যে আর নেই। কিন্তু তার চেতনা আমরা আজীবন ধারণ করব।
গত ১৩ নভেম্বর চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মগুরু ও সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত জ্ঞানশশ্রী মহাথেরো। এ উপলক্ষ্যে শুক্রবার অষ্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আকাশ নিউজ ডেস্ক 




















