ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

ইমরান খানের সঙ্গে দেখা করতে এলেন না কেউ

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

কারাগারে থাকলেও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সময় ব্যস্ত কাটত খুব।

সাক্ষাতের জন্য নির্ধারিত দিনে তার সঙ্গে দেখা করতে কারাগারে ভিড় করতেন নেতাকর্মী কিংবা পরিবারের সদস্যরা। তবে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে গত বৃহস্পতিবার দিনটা ছিল আলাদা। পুরো এক দিন নির্জনে কাটিয়েছেন ইমরান খান। নির্ধারিত সাক্ষাৎকারের দিনে কোনো পার্টি নেতা, পরিবারের সদস্য, আইনজীবী বা আলোচনা কমিটির কোনো সদস্য তার সঙ্গে দেখা করতে আসেননি।

গত দেড় বছরের মধ্যে প্রথমবারের মতো এমন কিছু হলো ইমরানের সঙ্গে, নির্ধারিত সাক্ষাৎকারের দিনেও সম্পূর্ণ একা রইলেন তিনি। জেল ম্যানুয়াল অনুযায়ী, মঙ্গলবার ও বৃহস্পতিবার কারাগারে সাক্ষাৎ করার জন্য নির্ধারিত দিন। কিন্তু কোনো ব্যক্তি এদিন জেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেননি বা অনুমোদনের জন্য নামের তালিকা জমা দেননি।

পিটিআইয়ের আইনজীবী ফয়সাল চৌধুরী জানান, তিনি বুধবার আলোচনাকমিটির প্রধান ওমর আয়ুবের নির্দেশে জেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিলেন। ফয়সাল বলেন, ‘পুরো দিন অপেক্ষা করেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, ফলে আলোচনা কমিটির বৈঠকটি অনুষ্ঠিত হতে পারেনি।’

তবে কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, গত দুই দিন ধরে কোনো পিটিআই নেতা তাদের সঙ্গে যোগাযোগ করেননি। কারাগারের এক কর্মকর্তা জানান, ‘দুই দিনের মধ্যে কোনো অনুরোধ বা দর্শনার্থীদের নামের তালিকা জমা পড়েনি, এবং কেউই পিটিআই প্রতিষ্ঠাতার সঙ্গে দেখা করতে আসেননি।’

কারাগার সূত্রে আরও জানা যায়, পিটিআই নেতৃত্ব সাধারণত জেল কর্তৃপক্ষের কাছে দর্শনার্থীদের নামের তালিকা জমা দেয়। তবে বুধবার সকাল থেকে কোনো তালিকা জমা দেওয়া হয়নি। সূত্রটি জানায়, ‘আলোচনাকমিটির বৈঠক জেল কর্তৃপক্ষের আওতায় পড়ে না।’

এর আগে পিটিআই নেতা ও আইনজীবীরা অনেক সময় অনুমতি ছাড়াই জেলে উপস্থিত হতেন। তবে এবার কোনো প্রতিনিধি আদিয়ালা কারাগারে আসার জন্য উদ্যোগ নেননি। সূত্রগুলো জানায়, ইমরান খানের তোষাখানা-২ মামলার শুনানির সময় সাক্ষাৎ করার আরেকটি সুযোগ তৈরি হতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

ইমরান খানের সঙ্গে দেখা করতে এলেন না কেউ

আপডেট সময় ০১:২৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

কারাগারে থাকলেও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সময় ব্যস্ত কাটত খুব।

সাক্ষাতের জন্য নির্ধারিত দিনে তার সঙ্গে দেখা করতে কারাগারে ভিড় করতেন নেতাকর্মী কিংবা পরিবারের সদস্যরা। তবে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে গত বৃহস্পতিবার দিনটা ছিল আলাদা। পুরো এক দিন নির্জনে কাটিয়েছেন ইমরান খান। নির্ধারিত সাক্ষাৎকারের দিনে কোনো পার্টি নেতা, পরিবারের সদস্য, আইনজীবী বা আলোচনা কমিটির কোনো সদস্য তার সঙ্গে দেখা করতে আসেননি।

গত দেড় বছরের মধ্যে প্রথমবারের মতো এমন কিছু হলো ইমরানের সঙ্গে, নির্ধারিত সাক্ষাৎকারের দিনেও সম্পূর্ণ একা রইলেন তিনি। জেল ম্যানুয়াল অনুযায়ী, মঙ্গলবার ও বৃহস্পতিবার কারাগারে সাক্ষাৎ করার জন্য নির্ধারিত দিন। কিন্তু কোনো ব্যক্তি এদিন জেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেননি বা অনুমোদনের জন্য নামের তালিকা জমা দেননি।

পিটিআইয়ের আইনজীবী ফয়সাল চৌধুরী জানান, তিনি বুধবার আলোচনাকমিটির প্রধান ওমর আয়ুবের নির্দেশে জেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিলেন। ফয়সাল বলেন, ‘পুরো দিন অপেক্ষা করেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, ফলে আলোচনা কমিটির বৈঠকটি অনুষ্ঠিত হতে পারেনি।’

তবে কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, গত দুই দিন ধরে কোনো পিটিআই নেতা তাদের সঙ্গে যোগাযোগ করেননি। কারাগারের এক কর্মকর্তা জানান, ‘দুই দিনের মধ্যে কোনো অনুরোধ বা দর্শনার্থীদের নামের তালিকা জমা পড়েনি, এবং কেউই পিটিআই প্রতিষ্ঠাতার সঙ্গে দেখা করতে আসেননি।’

কারাগার সূত্রে আরও জানা যায়, পিটিআই নেতৃত্ব সাধারণত জেল কর্তৃপক্ষের কাছে দর্শনার্থীদের নামের তালিকা জমা দেয়। তবে বুধবার সকাল থেকে কোনো তালিকা জমা দেওয়া হয়নি। সূত্রটি জানায়, ‘আলোচনাকমিটির বৈঠক জেল কর্তৃপক্ষের আওতায় পড়ে না।’

এর আগে পিটিআই নেতা ও আইনজীবীরা অনেক সময় অনুমতি ছাড়াই জেলে উপস্থিত হতেন। তবে এবার কোনো প্রতিনিধি আদিয়ালা কারাগারে আসার জন্য উদ্যোগ নেননি। সূত্রগুলো জানায়, ইমরান খানের তোষাখানা-২ মামলার শুনানির সময় সাক্ষাৎ করার আরেকটি সুযোগ তৈরি হতে পারে।