ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

ফিলিস্তিন রক্ষায় প্রথম আন্তর্জাতিক সম্মেলন

আকাশ জাতীয় ডেস্ক :

৮ ডিসেম্বর ১৯১৭। ফিলিস্তিনে ৪০১ বছরের উসমানীয় শাসনের অবসান হয়। পবিত্র এই ভূমির শাসন চলে যায় ব্রিটিশ সাম্রাজ্যের হাতে। শুরু হয় ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার নীলনকশা।

পৃথিবীর নানা প্রান্ত থেকে ইহুদিরা সমবেত হতে থাকে ফিলিস্তিন ভূমিতে। ব্রিটিশ শাসকদের ছত্রচ্ছায়ায় তারা নানা কৌশলে ফিলিস্তিনি ভূমি কবজা করতে থাকে। ফিলিস্তিনিদের কাছে বিষয়টি ক্রমেই স্পষ্ট হয় এবং তারা নানাভাবে তা প্রতিহতের চেষ্টা করে। তারই ধারাবাহিকতায় ১৯৩১ সালে জেরুজালেমে অনুষ্ঠিত হয় ওয়ার্ল্ড ইসলামিক কংগ্রেস, যাতে সারা বিশ্বের মুসলিম বুদ্ধিজীবী ও নেতারা অংশ নেন।

এটা ছিল ফিলিস্তিন রক্ষার প্রথম বৈশ্বিক আন্দোলন। এর মাধ্যমে ফিলিস্তিন সমস্যাটি আরব ও মুসলিম বিশ্বের সংকট হিসেবে চিহ্নিত হয় এবং ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।

ঐতিহাসিক এই সম্মেলনের আয়োজন করেছিলেন মুফতি হাজি আমিন আল হুসাইনি (রহ.)। তিনি ছিলেন জেরুজালেমের প্রধান মুফতি এবং ব্রিটিশ পৃষ্ঠপোষকতায় ইহুদি বন্দোবস্তের অন্যতম প্রতিবাদকারী।

১৯৩০ থেকে ১৯৪০ দশকের শেষভাগ পর্যন্ত তিনি যেভাবে ব্রিটিশবিরোধী প্রতিবাদ করেছিলেন তা আজও ইতিহাসে বিখ্যাত। এই সম্মেলনের স্বপ্নদ্রষ্টা ছিলেন ভারতীয় মুসলিম নেতা মাওলানা মোহাম্মদ আলী জওহর (রহ.)।

ফিলিস্তিনিদের সারা বিশ্বে গড়ে ওঠা আন্দোলনের অন্যতম রূপকার ছিলেন লেখক ও রাজনীতিক মাওলানা মোহাম্মদ আলী (রহ.)। যিনি ১৯০৬ সাল থেকে ভারতীয় রাজনীতিতে সক্রিয় হন। পরবর্তী সময় ব্রিটিশ সরকারের সঙ্গে ভারতীয়দের আলোচনায় প্রতিনিধিত্ব করেন।

তিনি উপমহাদেশের ইতিহাসে অমর হয়ে আছেন খিলাফত আন্দোলনের জন্য। এই আন্দোলন গড়ে উঠেছিল তুরস্কের উসমানী খিলাফত রক্ষা দাবিতে; প্রকৃত পক্ষে যা ব্রিটিশবিরোধী আন্দোলনই ছিল। কিন্তু সম্মেলন আয়োজনের আগেই তিনি ৪ জানুয়ারি ১৯৩১ লন্ডনে মারা যান।

মাওলানা মোহাম্মদ আলী (রহ.)-এর মৃত্যুর সংবাদ শুনে মুফতি হুসাইনি (রহ.) তাঁর ভাই মাওলানা শওকত আলীকে টেলিগ্রাম করেন। যাতে তিনি মাওলানা মোহাম্মদ আলী (রহ.)-কে আল আকসা মসজিদের আশপাশে কবর দেওয়ার আহ্বান জানান। মাওলানা শওকত আলী (রহ.) নিজেও ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের উজ্জ্বল নক্ষত্র ছিলেন। ২৩ জানুয়ারি ১৯৩১ মাওলানা মোহাম্মদ আলী (রহ.)-এর কফিন জেরুজালেমে পৌঁছে। কয়েক হাজার ফিলিস্তিন অত্যন্ত সম্মানের সঙ্গে তা নিয়ে মসজিদুল আকসা প্রাঙ্গণে উপস্থিত হয়। কুব্বাতুস সাখরার পাশে তাঁকে দাফন করা হয়।

জানাজার সময় মুফতি হুসাইনি (রহ.) মাওলানা মোহাম্মদ আলীর ভূয়সী প্রশংসা করেন। সেখানে আরো উপস্থিত ছিলেন মিসরের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ আহমদ জাকি পাশা এবং তিউনিশিয়ার জাতীয়বাদী আন্দোলনের নেতা আবদেল আজিজ থালবি। এমনকি একজন আরব খ্রিস্টান কবি মোহাম্মদ আলী (রহ.)-এর স্মরণে কবিতা পাঠ করেন। এ সময় মাওলানা শওকত আলী (রহ.) ফিলিস্তিনে আবারও একটি আন্তর্জাতিক মুসলিম সম্মেলন আয়োজন করার অনুরোধ করেন, যা মুফতি হুসাইনি (রহ.) আনন্দের সঙ্গে গ্রহণ করেন। কেননা তিনি বুঝতে পেরেছিলেন ফিলিস্তিনের প্রতি মুসলিম বিশ্বের মনোযোগ আকর্ষণের এটাই সুযোগ।

মাওলানা শওকত আলীর লক্ষ্য ছিল ইসলামী খিলাফতের পুনরুদ্ধার করা এবং তিনি এই লক্ষ্য নিয়ে সুলতান দ্বিতীয় আবদুল মজিদের সঙ্গে দেখাও করেন। অন্যদিকে মুফতি হুসাইনি (রহ.) চাচ্ছিলেন ফিলিস্তিনের পক্ষে আন্তর্জাতিক রাজনৈতিক সমর্থন গড়ে তোলা। সুলতানের সম্মতিতে এবং মুফতি হুসাইনি ও শওকত আলীর উদ্যোগে আন্তর্জাতিক ইসলামী সম্মেলনের কাজ এগিয়ে যায়। তুর্কি প্রজাতন্ত্রের সরকার ফ্রান্সকে অনুরোধ করে যেন সুলতান ফিলিস্তিনে আসতে না দেয়। যদিও শেষ পর্যন্ত ব্রিটিশ সরকারের চাপে মুফতি হুসাইনি (রহ.) ঘোষণা করেন সম্মেলনে খলিফা নির্বাচন করা হবে না। ব্রিটিশরা সম্মেলনের অনুমতি দিলেও সুলতান দ্বিতীয় আবদুল মজিদের অংশগ্রহণ নিষিদ্ধ করে।

৭ ডিসেম্বর ১৯৩১ সালে সম্মেলন শুরু হয়। তাতে ২২টি দেশের ১৩০ জন বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়। যাঁদের মধ্যে ছিলেন লেবাননের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী রিয়াদ আল সোলহ, সিরিয়ার পরবর্তী প্রেসিডেন্ট শুকরি আল কুওয়াতলি। মিসরের ইসলামী চিন্তাবিদ রশিদ রিদা, ভারতের দার্শনিক ও কবি মুহাম্মদ ইকবাল। তারা মহাসমারোহে ফিলিস্তিনে আগমন করেন। সম্মেলনে সভাপতিত্ব করেন মুফতি হুসাইনি (রহ.)। সম্মেলনে মুসলিম বিশ্বের স্বার্থ রক্ষায় একটি প্ল্যাটফরম গড়ে তোলার সিদ্ধান্ত হয়। অংশগ্রহণকারীরা শপথ নেন সর্বশক্তি দিয়ে পবিত্র স্থানগুলো রক্ষা করা হবে। তাঁরা ইহুদিবাদীদের পণ্য বর্জনের আহ্বান জানান। পাশাপাশি ফিলিস্তিনের প্রতি মুসলিম বিশ্বের দৃষ্টি আকর্ষণের জন্য এবং ফিলিস্তিনকে মুসলিম বিশ্বের বুদ্ধিবৃত্তিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে ইসলামিক ইউনিভার্সিটি অব জেরুজালেম প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। ফিলিস্তিনিদের ভূমি কিনতে একটি কম্পানি প্রতিষ্ঠার সিদ্ধান্তও হয়। ১৪ ডিসেম্বর গুরুত্বপূর্ণ ভাষণ দেন আল্লামা ইকবাল (রহ.), যাতে তিনি পুঁজিবাদ ও উগ্রজাতীয়তাবাদীদের ব্যাপারে সতর্ক করেছিলেন এবং উপস্থিত নেতাদের সারা বিশ্বে মুসলিম ভ্রাতৃত্বের বাণী ছড়িয়ে দিতে আহ্বান জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

ফিলিস্তিন রক্ষায় প্রথম আন্তর্জাতিক সম্মেলন

আপডেট সময় ১০:০১:৩৭ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫

আকাশ জাতীয় ডেস্ক :

৮ ডিসেম্বর ১৯১৭। ফিলিস্তিনে ৪০১ বছরের উসমানীয় শাসনের অবসান হয়। পবিত্র এই ভূমির শাসন চলে যায় ব্রিটিশ সাম্রাজ্যের হাতে। শুরু হয় ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার নীলনকশা।

পৃথিবীর নানা প্রান্ত থেকে ইহুদিরা সমবেত হতে থাকে ফিলিস্তিন ভূমিতে। ব্রিটিশ শাসকদের ছত্রচ্ছায়ায় তারা নানা কৌশলে ফিলিস্তিনি ভূমি কবজা করতে থাকে। ফিলিস্তিনিদের কাছে বিষয়টি ক্রমেই স্পষ্ট হয় এবং তারা নানাভাবে তা প্রতিহতের চেষ্টা করে। তারই ধারাবাহিকতায় ১৯৩১ সালে জেরুজালেমে অনুষ্ঠিত হয় ওয়ার্ল্ড ইসলামিক কংগ্রেস, যাতে সারা বিশ্বের মুসলিম বুদ্ধিজীবী ও নেতারা অংশ নেন।

এটা ছিল ফিলিস্তিন রক্ষার প্রথম বৈশ্বিক আন্দোলন। এর মাধ্যমে ফিলিস্তিন সমস্যাটি আরব ও মুসলিম বিশ্বের সংকট হিসেবে চিহ্নিত হয় এবং ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।

ঐতিহাসিক এই সম্মেলনের আয়োজন করেছিলেন মুফতি হাজি আমিন আল হুসাইনি (রহ.)। তিনি ছিলেন জেরুজালেমের প্রধান মুফতি এবং ব্রিটিশ পৃষ্ঠপোষকতায় ইহুদি বন্দোবস্তের অন্যতম প্রতিবাদকারী।

১৯৩০ থেকে ১৯৪০ দশকের শেষভাগ পর্যন্ত তিনি যেভাবে ব্রিটিশবিরোধী প্রতিবাদ করেছিলেন তা আজও ইতিহাসে বিখ্যাত। এই সম্মেলনের স্বপ্নদ্রষ্টা ছিলেন ভারতীয় মুসলিম নেতা মাওলানা মোহাম্মদ আলী জওহর (রহ.)।

ফিলিস্তিনিদের সারা বিশ্বে গড়ে ওঠা আন্দোলনের অন্যতম রূপকার ছিলেন লেখক ও রাজনীতিক মাওলানা মোহাম্মদ আলী (রহ.)। যিনি ১৯০৬ সাল থেকে ভারতীয় রাজনীতিতে সক্রিয় হন। পরবর্তী সময় ব্রিটিশ সরকারের সঙ্গে ভারতীয়দের আলোচনায় প্রতিনিধিত্ব করেন।

তিনি উপমহাদেশের ইতিহাসে অমর হয়ে আছেন খিলাফত আন্দোলনের জন্য। এই আন্দোলন গড়ে উঠেছিল তুরস্কের উসমানী খিলাফত রক্ষা দাবিতে; প্রকৃত পক্ষে যা ব্রিটিশবিরোধী আন্দোলনই ছিল। কিন্তু সম্মেলন আয়োজনের আগেই তিনি ৪ জানুয়ারি ১৯৩১ লন্ডনে মারা যান।

মাওলানা মোহাম্মদ আলী (রহ.)-এর মৃত্যুর সংবাদ শুনে মুফতি হুসাইনি (রহ.) তাঁর ভাই মাওলানা শওকত আলীকে টেলিগ্রাম করেন। যাতে তিনি মাওলানা মোহাম্মদ আলী (রহ.)-কে আল আকসা মসজিদের আশপাশে কবর দেওয়ার আহ্বান জানান। মাওলানা শওকত আলী (রহ.) নিজেও ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের উজ্জ্বল নক্ষত্র ছিলেন। ২৩ জানুয়ারি ১৯৩১ মাওলানা মোহাম্মদ আলী (রহ.)-এর কফিন জেরুজালেমে পৌঁছে। কয়েক হাজার ফিলিস্তিন অত্যন্ত সম্মানের সঙ্গে তা নিয়ে মসজিদুল আকসা প্রাঙ্গণে উপস্থিত হয়। কুব্বাতুস সাখরার পাশে তাঁকে দাফন করা হয়।

জানাজার সময় মুফতি হুসাইনি (রহ.) মাওলানা মোহাম্মদ আলীর ভূয়সী প্রশংসা করেন। সেখানে আরো উপস্থিত ছিলেন মিসরের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ আহমদ জাকি পাশা এবং তিউনিশিয়ার জাতীয়বাদী আন্দোলনের নেতা আবদেল আজিজ থালবি। এমনকি একজন আরব খ্রিস্টান কবি মোহাম্মদ আলী (রহ.)-এর স্মরণে কবিতা পাঠ করেন। এ সময় মাওলানা শওকত আলী (রহ.) ফিলিস্তিনে আবারও একটি আন্তর্জাতিক মুসলিম সম্মেলন আয়োজন করার অনুরোধ করেন, যা মুফতি হুসাইনি (রহ.) আনন্দের সঙ্গে গ্রহণ করেন। কেননা তিনি বুঝতে পেরেছিলেন ফিলিস্তিনের প্রতি মুসলিম বিশ্বের মনোযোগ আকর্ষণের এটাই সুযোগ।

মাওলানা শওকত আলীর লক্ষ্য ছিল ইসলামী খিলাফতের পুনরুদ্ধার করা এবং তিনি এই লক্ষ্য নিয়ে সুলতান দ্বিতীয় আবদুল মজিদের সঙ্গে দেখাও করেন। অন্যদিকে মুফতি হুসাইনি (রহ.) চাচ্ছিলেন ফিলিস্তিনের পক্ষে আন্তর্জাতিক রাজনৈতিক সমর্থন গড়ে তোলা। সুলতানের সম্মতিতে এবং মুফতি হুসাইনি ও শওকত আলীর উদ্যোগে আন্তর্জাতিক ইসলামী সম্মেলনের কাজ এগিয়ে যায়। তুর্কি প্রজাতন্ত্রের সরকার ফ্রান্সকে অনুরোধ করে যেন সুলতান ফিলিস্তিনে আসতে না দেয়। যদিও শেষ পর্যন্ত ব্রিটিশ সরকারের চাপে মুফতি হুসাইনি (রহ.) ঘোষণা করেন সম্মেলনে খলিফা নির্বাচন করা হবে না। ব্রিটিশরা সম্মেলনের অনুমতি দিলেও সুলতান দ্বিতীয় আবদুল মজিদের অংশগ্রহণ নিষিদ্ধ করে।

৭ ডিসেম্বর ১৯৩১ সালে সম্মেলন শুরু হয়। তাতে ২২টি দেশের ১৩০ জন বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়। যাঁদের মধ্যে ছিলেন লেবাননের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী রিয়াদ আল সোলহ, সিরিয়ার পরবর্তী প্রেসিডেন্ট শুকরি আল কুওয়াতলি। মিসরের ইসলামী চিন্তাবিদ রশিদ রিদা, ভারতের দার্শনিক ও কবি মুহাম্মদ ইকবাল। তারা মহাসমারোহে ফিলিস্তিনে আগমন করেন। সম্মেলনে সভাপতিত্ব করেন মুফতি হুসাইনি (রহ.)। সম্মেলনে মুসলিম বিশ্বের স্বার্থ রক্ষায় একটি প্ল্যাটফরম গড়ে তোলার সিদ্ধান্ত হয়। অংশগ্রহণকারীরা শপথ নেন সর্বশক্তি দিয়ে পবিত্র স্থানগুলো রক্ষা করা হবে। তাঁরা ইহুদিবাদীদের পণ্য বর্জনের আহ্বান জানান। পাশাপাশি ফিলিস্তিনের প্রতি মুসলিম বিশ্বের দৃষ্টি আকর্ষণের জন্য এবং ফিলিস্তিনকে মুসলিম বিশ্বের বুদ্ধিবৃত্তিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে ইসলামিক ইউনিভার্সিটি অব জেরুজালেম প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। ফিলিস্তিনিদের ভূমি কিনতে একটি কম্পানি প্রতিষ্ঠার সিদ্ধান্তও হয়। ১৪ ডিসেম্বর গুরুত্বপূর্ণ ভাষণ দেন আল্লামা ইকবাল (রহ.), যাতে তিনি পুঁজিবাদ ও উগ্রজাতীয়তাবাদীদের ব্যাপারে সতর্ক করেছিলেন এবং উপস্থিত নেতাদের সারা বিশ্বে মুসলিম ভ্রাতৃত্বের বাণী ছড়িয়ে দিতে আহ্বান জানান।