আকাশ জাতীয় ডেস্ক :
খাবারের লোভ দেখিয়ে ৯ বছরের প্রতিবন্ধী শিশুকে সিদ্দিক মৃধা (৪০) ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিশুটির পরিবার এমন অভিযোগ করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকালে বরগুনার আমতলী উপজেলার খাকদান গ্রামে।
জানা গেছে, উপজেলার খাকদান গ্রামের ৯ বছরের প্রতিবন্ধী শিশু দোকানে যাচ্ছিল। পথিমধ্যে মুজা মৃধার ছেলে সিদ্দিক মৃধা খাবার কিনে দেওয়ার লোভ দেখিয়ে তার বাড়ির পাশে জঙ্গলে নিয়ে যান। পরে শিশুটিকে ধর্ষণ করেছেন বলে পরিবারের অভিযোগ।
শিশুটি বাড়িতে এসে তার পরিবারকে এ ঘটনা জানায়। তাৎক্ষণিক পরিবারের লোকজন শিশুটিকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ওই হাসপাতালের চিকিৎসক ডা. মনিরুজ্জামান প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে বরগুনা জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরণ করেন।
শিশুটির মা অভিযোগ করে বলেন, আমার প্রতিবন্ধী মেয়ে খাবার কিনতে দোকানে যাচ্ছিল। পথিমধ্যে সিদ্দিক মৃধা আমার মেয়েকে খাবারের লোভ দেখিয়ে জঙ্গলে নিয়ে ধর্ষণ করেছে। আমি এ ঘটনার বিচার চাই।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মনিরুজ্জামান খান বলেন, প্রতিবন্ধী শিশুটির রানে রক্ত লেগে আছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে বরগুনা জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
আমতলী থানার ওসি মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, পুলিশের সহযোগিতায় শিশুটিকে বরগুনা জেনারেল হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আকাশ নিউজ ডেস্ক 























