ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

সিরিয়া পুনর্গঠনে ‘স্পষ্ট লক্ষ্য ও পরিকল্পনার’র কথা জানালেন বিদ্রোহী নেতা জোলানি

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম-এর নেতা আহমেদ আল-শারাআ (যিনি জোলানি নামেও পরিচিত) সিরিয়ার ভবিষ্যৎ পুনর্গঠন নিয়ে তার পরিকল্পনা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। মাত্র এক সপ্তাহ আগে তার নেতৃত্বাধীন বাহিনী সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে।

জোলানি বলেন, আমাদের লক্ষ্য স্পষ্ট এবং সিরিয়ার পুনর্গঠন ও উন্নয়নের জন্য আমাদের পরিকল্পনাগুলো প্রস্তুত। আমরা এমন পরিকল্পনা তৈরি করেছি, যা বিগত সরকারের সময়কার ধ্বংসাত্মক কার্যক্রম মোকাবিলা করতে সহায়তা করবে।

তিনি আরও বলেন, ইদলিব প্রদেশে আমরা যে উন্নয়ন সাধন করেছি, দামাস্কাস সেই সব ক্ষেত্রে অনেক পিছিয়ে রয়েছে। ইদলিবের প্রশাসনিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা সিরিয়ার অন্যান্য প্রদেশেও একই ধরনের উন্নয়ন কার্যক্রম চালাব।

সিরিয়ার এই বিদ্রোহী নেতা জানান, তার গোষ্ঠী পশ্চিমা দেশগুলোর বিভিন্ন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করছে। তিনি বলেন, আমরা ব্রিটেনের সঙ্গে আলোচনা করছি যাতে তারা দামাস্কাসে তাদের কূটনৈতিক কার্যক্রম পুনরায় চালু করে। আমাদের লক্ষ্য পশ্চিমা সমর্থন নিশ্চিত করা এবং সিরিয়ার পুনর্গঠনকে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করা।

ইরানের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, আমাদের ইরানি সমাজের প্রতি কোনো শত্রুতা নেই। আমরা রাশিয়াকেও আহ্বান জানিয়েছি, তারা যেন সিরিয়ার জনগণের সঙ্গে তাদের সম্পর্ক পুনর্বিবেচনা করে।

ইসরায়েলের সঙ্গে সংঘাতের বিষয়ে তিনি বলেন, আমরা ইসরায়েলের সঙ্গে কোনো সংঘর্ষে জড়াতে চাই না। আমাদের লক্ষ্য দেশের অভ্যন্তরে স্থিতিশীলতা নিশ্চিত করা এবং সিরিয়াকে পুনর্গঠনের পথে এগিয়ে নিয়ে যাওয়া।

জোলানির এই বক্তব্য সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে নতুন আশার সঞ্চার করেছে। তবে আন্তর্জাতিক মহল এটি কীভাবে গ্রহণ করবে, তা এখন দেখার বিষয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

সিরিয়া পুনর্গঠনে ‘স্পষ্ট লক্ষ্য ও পরিকল্পনার’র কথা জানালেন বিদ্রোহী নেতা জোলানি

আপডেট সময় ০৮:১৮:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম-এর নেতা আহমেদ আল-শারাআ (যিনি জোলানি নামেও পরিচিত) সিরিয়ার ভবিষ্যৎ পুনর্গঠন নিয়ে তার পরিকল্পনা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। মাত্র এক সপ্তাহ আগে তার নেতৃত্বাধীন বাহিনী সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে।

জোলানি বলেন, আমাদের লক্ষ্য স্পষ্ট এবং সিরিয়ার পুনর্গঠন ও উন্নয়নের জন্য আমাদের পরিকল্পনাগুলো প্রস্তুত। আমরা এমন পরিকল্পনা তৈরি করেছি, যা বিগত সরকারের সময়কার ধ্বংসাত্মক কার্যক্রম মোকাবিলা করতে সহায়তা করবে।

তিনি আরও বলেন, ইদলিব প্রদেশে আমরা যে উন্নয়ন সাধন করেছি, দামাস্কাস সেই সব ক্ষেত্রে অনেক পিছিয়ে রয়েছে। ইদলিবের প্রশাসনিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা সিরিয়ার অন্যান্য প্রদেশেও একই ধরনের উন্নয়ন কার্যক্রম চালাব।

সিরিয়ার এই বিদ্রোহী নেতা জানান, তার গোষ্ঠী পশ্চিমা দেশগুলোর বিভিন্ন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করছে। তিনি বলেন, আমরা ব্রিটেনের সঙ্গে আলোচনা করছি যাতে তারা দামাস্কাসে তাদের কূটনৈতিক কার্যক্রম পুনরায় চালু করে। আমাদের লক্ষ্য পশ্চিমা সমর্থন নিশ্চিত করা এবং সিরিয়ার পুনর্গঠনকে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করা।

ইরানের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, আমাদের ইরানি সমাজের প্রতি কোনো শত্রুতা নেই। আমরা রাশিয়াকেও আহ্বান জানিয়েছি, তারা যেন সিরিয়ার জনগণের সঙ্গে তাদের সম্পর্ক পুনর্বিবেচনা করে।

ইসরায়েলের সঙ্গে সংঘাতের বিষয়ে তিনি বলেন, আমরা ইসরায়েলের সঙ্গে কোনো সংঘর্ষে জড়াতে চাই না। আমাদের লক্ষ্য দেশের অভ্যন্তরে স্থিতিশীলতা নিশ্চিত করা এবং সিরিয়াকে পুনর্গঠনের পথে এগিয়ে নিয়ে যাওয়া।

জোলানির এই বক্তব্য সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে নতুন আশার সঞ্চার করেছে। তবে আন্তর্জাতিক মহল এটি কীভাবে গ্রহণ করবে, তা এখন দেখার বিষয়।