আকাশ বিনোদন ডেস্ক :
ভারতের কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে আবারও হৈচৈ। জনপ্রিয় পরিচালক গুরুপ্রসাদের পচা গলা মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। কর্নাটকের মদনায়কানহল্লির নিজ বাসভবন থেকে মরদেহ উদ্ধার করা হয়।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিদেন বলা হয়, ‘পরিচালকের অ্যাপার্টমেন্ট থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করায় প্রতিবেশীরা ফোন করে খবর দেন পুলিশকে। এরপর পুলিশের একটি টিম ঘটনাস্থলে আসেন।’
প্রতিবেদনে আরও বলা হয়, ‘পুলিশ পরিচালকের ড্রয়িং রুম থেকে ঝুলন্ত অবস্থায় পচা গলা মরদেহ উদ্ধার করেন। ঘটনার তদন্ত চলছে। প্রাথমিক রিপোর্ট বলছে আর্থিক অনটনে ভুগছিলেন গুরুপ্রসাদ, পাওনাদাররা বারবার টাকা চাচ্ছিলেন।’
সম্প্রতি পরিচালকের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ উঠেছিল। টোটাল কন্নড় বুকস্টোরের মালিক লক্ষ্মীকান্ত প্রয়াত পরিচালকের নামে পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন। তার দাবি, ২০১৯ সালে কন্নড় সাহিত্য ও সিনেমার সম্পর্কিত নানান বই কিনেছিলেন তিনি। ১০০টি বইয়ের উপর ছাড়ও দাবি করেছিলেন। ৭৫টি বইয়ের মোট ৫টি করে সেট কিনেছিলেন ছাত্রদের জন্য। সেই বইয়ের ৬৫ হাজার টাকা দেননি তিনি।
প্রসঙ্গত, ‘মাতা’, ‘এদেলু মঞ্জুনাথ’-এর ছবি পরিচালনা করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। তার আসন্ন প্রোজেক্ট ‘আদেমা’র কাজ এখনও শেষ হয়নি। শুধু ক্যামেরার পিছনে নয়, ক্যামেরার সামনেও সমান স্বচ্ছন্দ ছিলেন তিনি। বেশ কিছু কন্নড় ছবিতে অভিনয় করেছেন।
আকাশ নিউজ ডেস্ক 






















