অাকাশ জাতীয় ডেস্ক:
সাভার থানার হেমায়েতপুর এলাকায় র্যাব-৮ অভিযান চালিয়ে সুগন্ধা হাউজিং থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি টিবি এস বাবুকে গ্রেফতার করেছে। এ সময় ফরিদপুরের শীর্ষ সন্ত্রাসী জুয়েলকেও আটক করা হয়।
সংবাদ সম্মেলনে র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার রইছউদ্দিন বলেন, গোপন তথ্যের ভিক্তিতে গত রাতে অভিযান পরিচালনা করা হয়। মীরপুরের শীর্ষ সন্ত্রাসী, ১২টি হত্যা, ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নোমান ইবনে বাসার ওরফে টিবি এস বাবুকে সুগন্ধা হাউজিংয়ের একটি বাসা থেকে আটক করা হয়।
একই সঙ্গে আটক করা হয় ফরিদপুরের শীর্ষ সন্ত্রাসী আরাফাত হোসেন জুয়েল ওরফে ভাগনে জুয়েলকে। এ সময় ২টি বিদেশী পিস্তল, ৮ রাউন্ড গুলি ও তিনটি ম্যাগজিন উদ্ধার করা হয়। র্যাবের জিজ্ঞাসাবাদে বাবু জানায়, সে ঢাকা লালবাগ থানার শ্রমিক লীগের প্রচার সম্পাদক।
আকাশ নিউজ ডেস্ক 

























