অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
নাইজারে গুপ্ত হামলায় মার্কিন কমান্ডো বাহিনীর তিন সদস্য নিহত এবং দুই জন আহত হয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এ যৌথ টহল দলের ওপর এ হামলা চালানো হয়েছে। হামলায় নাইজারের ৫ সেনা নিহত হয়েছে। এছাড়া, উভয় পক্ষের আরো কয়েক সেনা নিখোঁজ রয়েছে বলেও ধারণা করা হচ্ছে।
মালির সীমান্তের কাছে এ হামলা চালানো হয়েছিল বলে উল্লেখ করে দৈনিক নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, হতাহত মার্কিন সেনারা দেশটির খ্যাতনামা কমান্ডো বাহিনী গ্রিন ব্যারেটেসের সদস্য। হোয়াইট হাউজের চিফ স্টাফ জন কেলি এ ঘটনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করেছেন।
নাইজারের কূটনৈতিক সূত্র থেকে জানা গেছে, হামলাকারীরা মালি সীমান্ত অতিক্রম করে দেশটিতে ঢুকেছে। মালিতে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী বোকো হারাম এবং আল-কায়েদার বেশ উপস্থিতি রয়েছে।
নাইজারের সেনাবাহিনীকে কথিত প্রশিক্ষণ এবং সহযোগিতার অজুহাতে দেশটিতে সেনা মোতায়েন করেছে আমেরিকা।
আকাশ নিউজ ডেস্ক 
























