ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

সুনির্দিষ্ট ও শক্তিশালী হামলার মাধ্যমে সমস্ত লক্ষ্য সফলভাবে অর্জিত হয়েছে : নেতানিয়াহ

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানে চালানো ইসরাইলের হামলা ছিল ‘সুনির্দিষ্ট ও শক্তিশালী’ এবং এর মাধ্যমে ইসরাইল তার সমস্ত লক্ষ্য অর্জন করেছে।

রোববার জেরুজালেমে একটি অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

নেতানিয়াহু জানান, সবশেষ আক্রমণটি ইরানের প্রতিরক্ষা সামর্থ্য এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন স্থাপনাকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে।

জেরুজালেমের ওই অনুষ্ঠানে ইসরাইলি প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা ইরানের আক্রমণের প্রতিক্রিয়া জানাব এবং শনিবার আমরা আঘাত হেনেছি। আক্রমণটি ইরানের প্রতিরক্ষা সামর্থ্য এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন লক্ষ্যবস্তু করেছে’।

ইসরাইলি বিমান বাহিনী শনিবার ভোর রাতে ইরানের কৌশলগত সামরিক সাইটগুলোকে লক্ষ্য করে আক্রমণ চালায়। যেখানে ইরানের ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন ও উৎক্ষেপণ কেন্দ্র এবং বিমান প্রতিরক্ষা ব্যাটারি সংরক্ষিত ছিল বলে দাবি করেছে ইসরাইল।

ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট ইরানে পরিচালিত হামলাটিকে ‘সুনির্দিষ্ট, প্রাণঘাতী এবং বিস্ময়কর’ হিসেবে অভিহিত করেছেন। তিনি হুমকির স্বরে বলেন, ‘এটি প্রতিপক্ষকে একটি স্পষ্ট বার্তা পাঠিয়েছে যে, ‘ইসরাইলের লম্বা হাত যে কাউকেই আঘাত করতে সক্ষম’।

ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, আক্রমণটি ইসরাইলের একটি বৃহত্তর প্রচেষ্টার অংশ, যার লক্ষ্য হচ্ছে ইরানের হাত হিসেবে বিবেচিত হিজবুল্লাহ এবং হামাসকে দুর্বল করা।

অন্যদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরাইলের এই হামলার প্রতিক্রিয়া কীভাবে জানানো হবে, তেহরানের কর্মকর্তারা তা অবিলম্বে ঠিক করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

সুনির্দিষ্ট ও শক্তিশালী হামলার মাধ্যমে সমস্ত লক্ষ্য সফলভাবে অর্জিত হয়েছে : নেতানিয়াহ

আপডেট সময় ০৭:১০:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানে চালানো ইসরাইলের হামলা ছিল ‘সুনির্দিষ্ট ও শক্তিশালী’ এবং এর মাধ্যমে ইসরাইল তার সমস্ত লক্ষ্য অর্জন করেছে।

রোববার জেরুজালেমে একটি অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

নেতানিয়াহু জানান, সবশেষ আক্রমণটি ইরানের প্রতিরক্ষা সামর্থ্য এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন স্থাপনাকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে।

জেরুজালেমের ওই অনুষ্ঠানে ইসরাইলি প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা ইরানের আক্রমণের প্রতিক্রিয়া জানাব এবং শনিবার আমরা আঘাত হেনেছি। আক্রমণটি ইরানের প্রতিরক্ষা সামর্থ্য এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন লক্ষ্যবস্তু করেছে’।

ইসরাইলি বিমান বাহিনী শনিবার ভোর রাতে ইরানের কৌশলগত সামরিক সাইটগুলোকে লক্ষ্য করে আক্রমণ চালায়। যেখানে ইরানের ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন ও উৎক্ষেপণ কেন্দ্র এবং বিমান প্রতিরক্ষা ব্যাটারি সংরক্ষিত ছিল বলে দাবি করেছে ইসরাইল।

ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট ইরানে পরিচালিত হামলাটিকে ‘সুনির্দিষ্ট, প্রাণঘাতী এবং বিস্ময়কর’ হিসেবে অভিহিত করেছেন। তিনি হুমকির স্বরে বলেন, ‘এটি প্রতিপক্ষকে একটি স্পষ্ট বার্তা পাঠিয়েছে যে, ‘ইসরাইলের লম্বা হাত যে কাউকেই আঘাত করতে সক্ষম’।

ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, আক্রমণটি ইসরাইলের একটি বৃহত্তর প্রচেষ্টার অংশ, যার লক্ষ্য হচ্ছে ইরানের হাত হিসেবে বিবেচিত হিজবুল্লাহ এবং হামাসকে দুর্বল করা।

অন্যদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরাইলের এই হামলার প্রতিক্রিয়া কীভাবে জানানো হবে, তেহরানের কর্মকর্তারা তা অবিলম্বে ঠিক করবে।