ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদি হত্যার কেবল চার আসামি নয়, সম্পূর্ণ নেটওয়ার্কের বিচার চাই: ইনকিলাব মঞ্চ অচেতন অবস্থায় রংপুরে উদ্ধার গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী কোনো বিশেষ ক্ষেত্রে ভোট দেওয়ার নির্দেশনা দেওয়া সরকারের উচিত নয়: আমির খসরু আওয়ামী লীগকে নির্বাচনে আনতে আন্তর্জাতিক মহলের কোনো চাপ নেই: শফিকুল আলম আমরা এখন আর আইসিইউতে নেই, কেবিনে উঠে এসেছি: অর্থ উপদেষ্টা ‘বন্দি থাকাকালে বেগম জিয়ার পক্ষে কথা বলার কেউই ছিলেন না’:আসিফ নজরুল নোয়াখালীকে হারিয়ে টেবিলের শীর্ষে চট্টগ্রাম রয়্যালস খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা জোট নয়, এককভাবেই নির্বাচনে লড়বে ইসলামী আন্দোলন ওসমান হাদির ভাইকে যুক্তরাজ্যে বাংলাদেশ মিশনে নিয়োগ

দ্বিতীয় জয়া বলে কাজলকে কটাক্ষ

আকাশ বিনোদন ডেস্ক :

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কাজল। ছয়টি ফিল্মফেয়ারসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন তিনি। বিনোদন জগতে কাজল বরাবরই ভীষণ মুডি। নিজের ইচ্ছামতো কাজ করতেই পছন্দ করেন তিনি। লোকদেখানোর কাজ তিনি করেন না তা অতীতে বহুবার বলেছেন এ অভিনেত্রী।

কখনো প্রকাশ্যে এসেছে তার খামখেয়ালি আচরণের ছবি, আবার কখনো প্রকাশ্যে সমালোচনার ঝড় তুলেছে তার ব্যবহার। এখন আবার কথায় কথায় হারাচ্ছেন মেজাজ। পান থেকে চুন খসলেই চোখ বড় বড় করে বকুনি দিচ্ছেন সবাইকে। এই দেখে অনেকে আবার বলছেন— তিনি নাকি পরবর্তী জয়া বচ্চন হয়ে ওঠার দৌড়ে নাম লিখিয়েছেন। আবার ‘দ্বিতীয় জয়া বচ্চন’ বলে কটাক্ষ করতেও ছাড়ছেন নেটিজেনরা।

প্রতি বছর ধুমধাম করে মুম্বাইয়ের মুখার্জি বাড়িতে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। বিশেষ দায়িত্বে থাকেন অভিনেত্রী কাজল। এবারও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু তার মধ্যেই একাধিকবার চটেছেন তিনি। কখনো ফটোসাংবাদিকদের জমানো ভিড় দেখে ধমক দিয়েছেন এ অভিনেত্রী। আবার কখনো ভোগ পরিবেশনের সময় অতিথি ছবি তুলতে গেলেও চোখ রাঙিয়েছেন কাজল।

পূজামণ্ডপে জুতা পরে ফটোসাংবাদিক ঢুকে পড়লে কাজল বকুনি দিয়েছেন— এখনই জুতা খুলে আসুন। এখানে পূজা হচ্ছে, ভুলে যাবেন না। — এসব দেখেই ভক্তদের প্রশ্ন ছিল, কাজল কি খুব রাগী?

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী কাজল বলেন, তিনি মোটেই সব সময় রেগে থাকেন না। কোনো কোনো দিন মেজাজ খারাপ থাকে। দিনটাই হয়তো খারাপ যায়। তখন রাগ প্রকাশ করেন। তবে এ নিয়ে কোনো আফসোস নেই তার। রাগ দেখে লোকে কী ভাবছে, তার জন্য নিজের আচরণে কোনো পরিবর্তন করবেন না তিনি।

কাজল বলেন, হ্যাঁ আমি রেগে যাই। প্রত্যেকটা দিন তো এক রকমের হয় না। আমি এমনই। তারকা বলে ভাবমূর্তি রক্ষা করার জন্য আমি নিজেকে বদলাতে পারব না। অন্য কেউ কেন বলে দেবে আমি কখন হাসব আর কখন রেগে যাব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাদি হত্যার কেবল চার আসামি নয়, সম্পূর্ণ নেটওয়ার্কের বিচার চাই: ইনকিলাব মঞ্চ

দ্বিতীয় জয়া বলে কাজলকে কটাক্ষ

আপডেট সময় ০৯:৪৮:০৭ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪

আকাশ বিনোদন ডেস্ক :

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কাজল। ছয়টি ফিল্মফেয়ারসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন তিনি। বিনোদন জগতে কাজল বরাবরই ভীষণ মুডি। নিজের ইচ্ছামতো কাজ করতেই পছন্দ করেন তিনি। লোকদেখানোর কাজ তিনি করেন না তা অতীতে বহুবার বলেছেন এ অভিনেত্রী।

কখনো প্রকাশ্যে এসেছে তার খামখেয়ালি আচরণের ছবি, আবার কখনো প্রকাশ্যে সমালোচনার ঝড় তুলেছে তার ব্যবহার। এখন আবার কথায় কথায় হারাচ্ছেন মেজাজ। পান থেকে চুন খসলেই চোখ বড় বড় করে বকুনি দিচ্ছেন সবাইকে। এই দেখে অনেকে আবার বলছেন— তিনি নাকি পরবর্তী জয়া বচ্চন হয়ে ওঠার দৌড়ে নাম লিখিয়েছেন। আবার ‘দ্বিতীয় জয়া বচ্চন’ বলে কটাক্ষ করতেও ছাড়ছেন নেটিজেনরা।

প্রতি বছর ধুমধাম করে মুম্বাইয়ের মুখার্জি বাড়িতে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। বিশেষ দায়িত্বে থাকেন অভিনেত্রী কাজল। এবারও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু তার মধ্যেই একাধিকবার চটেছেন তিনি। কখনো ফটোসাংবাদিকদের জমানো ভিড় দেখে ধমক দিয়েছেন এ অভিনেত্রী। আবার কখনো ভোগ পরিবেশনের সময় অতিথি ছবি তুলতে গেলেও চোখ রাঙিয়েছেন কাজল।

পূজামণ্ডপে জুতা পরে ফটোসাংবাদিক ঢুকে পড়লে কাজল বকুনি দিয়েছেন— এখনই জুতা খুলে আসুন। এখানে পূজা হচ্ছে, ভুলে যাবেন না। — এসব দেখেই ভক্তদের প্রশ্ন ছিল, কাজল কি খুব রাগী?

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী কাজল বলেন, তিনি মোটেই সব সময় রেগে থাকেন না। কোনো কোনো দিন মেজাজ খারাপ থাকে। দিনটাই হয়তো খারাপ যায়। তখন রাগ প্রকাশ করেন। তবে এ নিয়ে কোনো আফসোস নেই তার। রাগ দেখে লোকে কী ভাবছে, তার জন্য নিজের আচরণে কোনো পরিবর্তন করবেন না তিনি।

কাজল বলেন, হ্যাঁ আমি রেগে যাই। প্রত্যেকটা দিন তো এক রকমের হয় না। আমি এমনই। তারকা বলে ভাবমূর্তি রক্ষা করার জন্য আমি নিজেকে বদলাতে পারব না। অন্য কেউ কেন বলে দেবে আমি কখন হাসব আর কখন রেগে যাব।