আকাশ জাতীয় ডেস্ক:
নারায়ণগঞ্জের বন্দরে জমে থাকা বৃষ্টির পানিতে স্লিপ করে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আজমল ফুয়াদ আলভী (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বুধবার গভীর রাতে মদনপুর-মদনগঞ্জ সড়কের হাজীপুর হান্ডুর ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলভী লক্ষ্যারচর দক্ষিণপাড়া এলাকার কবির হোসেনের ছেলে। সে হাজী ইব্রাহিম আলম চাঁন স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের ছাত্র। এ ঘটনায় অনিক নামে আরও এক শিক্ষার্থী আহত হন।
মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই সিহাব আহম্মেদ জানান, বুধবার রাত ১টার দিকে আলভী ও তার বন্ধু অনিক মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। বাড়ির পাশে হাজীপুর হান্ডুর ব্রিজের সামনে পৌঁছলে বৃষ্টির পানি জমে থাকা গর্তে স্লিপ করে আলভী মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। এরপর বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। মোটরসাইকেলের পেছনে থাকা অনিক আহত হন।
আকাশ নিউজ ডেস্ক 





















