ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদি হত্যার কেবল চার আসামি নয়, সম্পূর্ণ নেটওয়ার্কের বিচার চাই: ইনকিলাব মঞ্চ অচেতন অবস্থায় রংপুরে উদ্ধার গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী কোনো বিশেষ ক্ষেত্রে ভোট দেওয়ার নির্দেশনা দেওয়া সরকারের উচিত নয়: আমির খসরু আওয়ামী লীগকে নির্বাচনে আনতে আন্তর্জাতিক মহলের কোনো চাপ নেই: শফিকুল আলম আমরা এখন আর আইসিইউতে নেই, কেবিনে উঠে এসেছি: অর্থ উপদেষ্টা ‘বন্দি থাকাকালে বেগম জিয়ার পক্ষে কথা বলার কেউই ছিলেন না’:আসিফ নজরুল নোয়াখালীকে হারিয়ে টেবিলের শীর্ষে চট্টগ্রাম রয়্যালস খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা জোট নয়, এককভাবেই নির্বাচনে লড়বে ইসলামী আন্দোলন ওসমান হাদির ভাইকে যুক্তরাজ্যে বাংলাদেশ মিশনে নিয়োগ

নাপিতের কাছে ঘাড়ে ম্যাসাজ করান? জানেন, কী ক্ষতি করছেন নিজের?

অাকাশ নিউজ ডেস্ক:

অনেকেরই অভ্যাস রয়েছে, সেলুনে চুল কাটার পর নাপিতকে দিয়ে একটু হলেও ঘাড় ম্যাসাজ করিয়ে নেওয়ার। নাপিতরাও এই দাবিতে বিশেষ আপত্তি জানান না, কারণ তাঁরা জানেন, এটুকু করে দিলেই বাড়তি বখশিশ মিলতে পারে। কিন্তু এই প্রবণতা যে কী মারাত্মক ক্ষতিকারক হতে পারে, জানেন?

আর পাঁচটা আম আদমির মতোই ৫৪ বছরের অজয় কুমারও সেলুনে গিয়েছিলেন চুল কাটাতে। চুল কাটানোর পর ঘাড় ম্যাসাজ করে দিতে বলেন নাপিতকে। নাপিত সেইমতো ঘাড়ে ম্যাসাজ করেও দেন। কিন্তু তারপরই দেখা দেয় বিপত্তি। বাড়ি ফেরার পথে তিনি শ্বাসকষ্টে ভুগতে শুরু করেন। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়। সেখানে ডাক্তাররা তাঁকে পরীক্ষা করে জানান, অজয়বাবুর ঘাড়ের রেনিক নার্ভ ছিঁড়ে গিয়েছে।

সরকারি চাকুরীজীবি অজয়বাবুকে বর্তমানে একটি নার্সিংহোমের মেকানিক্যাল ভেন্টিলেটশনে রাখা হয়েছে। তাঁর দেহে কৃত্রিম শ্বাসপ্রশ্বাস চালানো হচ্ছে। চিকিৎসক আনন্দ জইশওয়াল জানাচ্ছে, যে নার্ভটি ছিঁড়েছে সেটি ভবিষ্যতেও মেরামত হওয়া কঠিন। হতে পারে আক্রান্তকে বাকি জীবনটুকু কৃত্রিম শ্বাসপ্রশ্বাস নিয়েই কাটাতে হবে। সেটা হলে বড় ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে, আশঙ্কা ডাক্তারদের।

এর জন্য সেলুনে নাপিতদের ঘাড় ম্যাসাজকেই দায়ী করছেন চিকিৎসকরা। তাঁরা বলছেন, নাপিতরা কোনও প্রশিক্ষণ ছাড়াই যেভাবে ঘাড়ের ম্যাসাজ করার নামে ওই অংশের হাড়টি নিয়ে নাড়াচাড়া করেন, সেটি অত্যন্ত বিপজ্জনক। তবে ম্যাসাজের চেয়েও বেশি বিপজ্জনক ‘নেক ক্র্যাক’। নাপিতরা সাধারণত ম্যাসাজের পর দু’দিকেই ঘাড়টি খানিকটা হেলিয়ে নির্দিষ্ট ভঙ্গিতে আচমকা বেঁকিয়ে ধরেন। এতে ‘খট’ করে একধরনের শব্দ হয়। চিকিৎসকরা বলছেন, এই বিপজ্জনক ভঙ্গিতে ঘাড় হেলিয়ে ধরার ফলে সাধারণ মানুষের প্যারালিসিস পর্যন্ত হতে পারে। হৃদপিন্ড ও ফুসফুস কাজ করা বন্ধ করে দিতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাদি হত্যার কেবল চার আসামি নয়, সম্পূর্ণ নেটওয়ার্কের বিচার চাই: ইনকিলাব মঞ্চ

নাপিতের কাছে ঘাড়ে ম্যাসাজ করান? জানেন, কী ক্ষতি করছেন নিজের?

আপডেট সময় ১০:২৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০১৭

অাকাশ নিউজ ডেস্ক:

অনেকেরই অভ্যাস রয়েছে, সেলুনে চুল কাটার পর নাপিতকে দিয়ে একটু হলেও ঘাড় ম্যাসাজ করিয়ে নেওয়ার। নাপিতরাও এই দাবিতে বিশেষ আপত্তি জানান না, কারণ তাঁরা জানেন, এটুকু করে দিলেই বাড়তি বখশিশ মিলতে পারে। কিন্তু এই প্রবণতা যে কী মারাত্মক ক্ষতিকারক হতে পারে, জানেন?

আর পাঁচটা আম আদমির মতোই ৫৪ বছরের অজয় কুমারও সেলুনে গিয়েছিলেন চুল কাটাতে। চুল কাটানোর পর ঘাড় ম্যাসাজ করে দিতে বলেন নাপিতকে। নাপিত সেইমতো ঘাড়ে ম্যাসাজ করেও দেন। কিন্তু তারপরই দেখা দেয় বিপত্তি। বাড়ি ফেরার পথে তিনি শ্বাসকষ্টে ভুগতে শুরু করেন। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়। সেখানে ডাক্তাররা তাঁকে পরীক্ষা করে জানান, অজয়বাবুর ঘাড়ের রেনিক নার্ভ ছিঁড়ে গিয়েছে।

সরকারি চাকুরীজীবি অজয়বাবুকে বর্তমানে একটি নার্সিংহোমের মেকানিক্যাল ভেন্টিলেটশনে রাখা হয়েছে। তাঁর দেহে কৃত্রিম শ্বাসপ্রশ্বাস চালানো হচ্ছে। চিকিৎসক আনন্দ জইশওয়াল জানাচ্ছে, যে নার্ভটি ছিঁড়েছে সেটি ভবিষ্যতেও মেরামত হওয়া কঠিন। হতে পারে আক্রান্তকে বাকি জীবনটুকু কৃত্রিম শ্বাসপ্রশ্বাস নিয়েই কাটাতে হবে। সেটা হলে বড় ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে, আশঙ্কা ডাক্তারদের।

এর জন্য সেলুনে নাপিতদের ঘাড় ম্যাসাজকেই দায়ী করছেন চিকিৎসকরা। তাঁরা বলছেন, নাপিতরা কোনও প্রশিক্ষণ ছাড়াই যেভাবে ঘাড়ের ম্যাসাজ করার নামে ওই অংশের হাড়টি নিয়ে নাড়াচাড়া করেন, সেটি অত্যন্ত বিপজ্জনক। তবে ম্যাসাজের চেয়েও বেশি বিপজ্জনক ‘নেক ক্র্যাক’। নাপিতরা সাধারণত ম্যাসাজের পর দু’দিকেই ঘাড়টি খানিকটা হেলিয়ে নির্দিষ্ট ভঙ্গিতে আচমকা বেঁকিয়ে ধরেন। এতে ‘খট’ করে একধরনের শব্দ হয়। চিকিৎসকরা বলছেন, এই বিপজ্জনক ভঙ্গিতে ঘাড় হেলিয়ে ধরার ফলে সাধারণ মানুষের প্যারালিসিস পর্যন্ত হতে পারে। হৃদপিন্ড ও ফুসফুস কাজ করা বন্ধ করে দিতে পারে।