অাকাশ জাতীয় ডেস্ক:
কিশোরগঞ্জের ভৈরব পৌর এলাকায় এক ছিনতাইকারীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। এ সময় স্থানীয় একজন পরিবহন শ্রমিকও ছিনতাইকারীর ছুরির আঘাতে আহত হন।
নিহত পুলিশ কনস্টেবলের নাম মো. আরিফ। আহত পরিবহন শ্রমিকের নাম মো. ডালিম। ১ সেপ্টেম্বর সোমবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর ভৈরব প্রান্তে এ ঘটনা ঘটে। ডালিমকে গুরুতর আহত অবস্থায় বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ডালিমকে বাচাঁতে এসেই পুলিশ নিহত হয়েছেন।
ভৈরব থানা সূত্রে জানা গেছে, ডালিম ছিনতাইয়ের শিকার হলে ওই সময় সেখানে দায়িত্ব পালনে থাকা কনস্টেবল আরিফ ছিনতাইকারীকে ধাওয়া করেন। একপর্যায়ে ছিনতাইকারীকে ধরে ফেললে ছিনতাইকারী আরিফকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। ছিনতাইকারীর ছুরির আঘাতে ডালিমও আহত হন।
পরে স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কনস্টেবল আরিফকে মৃত ঘোষণা করেন। ডালিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া ছিনতাইকারীদের ধরতে আশপাশে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
আকাশ নিউজ ডেস্ক 























