আকাশ স্পোর্টস ডেস্ক:
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) তৃতীয় আসরের জন্য সাত বিদেশী খেলোয়াড় চুক্তিবদ্ধ হয়েছে বলে জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২০১৮ সালে অনুষ্ঠিত হবে পিএসএলের তৃতীয় আসর। পিসিবি প্রধান নাজাম শেঠিও নিজ টুইটার অ্যাকাউন্টে এ খবর নিশ্চিত করেছেন। তবে খেলোয়াড়রা কোন ফ্র্যাঞ্চাইজির সাথে চুক্তিবদ্ধ হয়েছে তা জানায়নি পিসিবি।
নিজ টুইটারে শেঠি বলেন, ‘খুবই ভালো খবর। পিএসএলের জন্য আরও কিছু খেলোয়াড় চুক্তিবদ্ধ হলো দক্ষিণ আফ্রিকার জেপি ডুমিনি, অস্ট্রেলিয়ার ক্রিস লিন, মিচেল জনসন, শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুজ, আফগানিস্তানের রশিদ খান ও ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস।’
এছাড়া পিএসএলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে আরও বলা হয়েছে, ‘পাকিস্তানে জন্মগ্রহন করা দক্ষিণ আফ্রিকার লেগ-স্পিনার ইমরান তাহির পিএসএলের আগামী আসরে অংশ নিবেন।’
সংযুক্ত আরব আমিরাতে প্রথম দুই আসরের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছিলো। তবে গেল আসরে শুধুমাত্র ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ঐ ফাইনালে বিদেশী খেলোয়াড়দের সন্তুষ্টি দেখে টুর্নামেন্টের তৃতীয় আসরের বেশির ভাগ ম্যাচ পাকিস্তানের মাটিতে করার ঘোষণা আগেই দিয়ে রেখেছিলো পিএসএল কর্তৃপক্ষ।
আর সম্প্রতি বিশ্ব একাদশের সাথে নিজেদের মাটিতে তিনটি টি২০ ম্যাচেও অংশ নেয় পাকিস্তান। তাই আগামী আসরে পিএসএলের বেশিরভাগ ম্যাচ যে পাকিস্তানের মাটিতে গড়াবে তা বলার অপেক্ষা রাখে না। খুব শিগগিরই পিএসএলের সূচিও ঘোষণা করবে টুর্নামেন্ট কর্তৃপক্ষ।
আকাশ নিউজ ডেস্ক 
























