আকাশ জাতীয় ডেস্ক:
কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে মুরাদনগর উপজেলার এলখাল গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সিফাত (৮), তারা মিয়া (৩০) ও হোসনেয়ারা বেগম (৬০)।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে কলমি শাক তুলতে যায় সিফাত। এ সময় একটি ছেড়া বৈদ্যুতিক তারে জড়িয়ে চিৎকার দিলে তার নানি হোসনেয়ারা এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের বাঁচাতে গিয়ে সিফাতের মামা তারা মিয়াও বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যান।
উপজেলার ৫নং পূর্বধইর (পশ্চিম) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফুল ইসলাম জানান, পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে দুর্ঘটনাটি ঘটেছে বলে জেনেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি।
বাঙ্গরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠিয়েছি। বিদ্যুৎপৃষ্টে ৩ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। বিস্তারিত পরে জানা যাবে।
আকাশ নিউজ ডেস্ক 




















