ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাজমুল পদত্যাগ না করলে খেলা বর্জনের হুমকি ক্রিকেটারদের চাঁদাবাজি-মাস্তানি করলে এখনই বিএনপি থেকে বের হয়ে যান: আমীর খসরু আগামী সপ্তাহ থেকে বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা কার্যক্রম স্থগিত একটি দল বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় বিএনপি নেতা সাজুকে বহিষ্কার গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ডাকসুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই অন-অ্যারাইভাল ভিসা বন্ধ : পররাষ্ট্র উপদেষ্টা মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস

বিচ্ছেদ নয়, প্রেম জমেছে টাইগার-দিশার

আকাশ বিনোদন ডেস্ক :  

সম্প্রতি বিচ্ছেদের গুঞ্জন শোনা গিয়েছিল বলিউড অভিনেতা টাইগার শ্রফ ও অভিনেত্রী দিশা পাটানির। গত জুলাই মাসে নাকি তাদের ছ’বছরের সম্পর্কের ইতি হয়েছিল।

লন্ডনে পরিবারকে নিয়ে সময় কাটাচ্ছিলেন টাইগার। দিশা ব্যস্ত ছিলেন ‘এক ভিলেন’ এর কাজে। টাইগার দিশাকে ভুলে নাকি মডেল আকাঙ্ক্ষা শর্মার প্রেমেও পড়েছিলেন!

এর মাঝেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিশার। ‘কেউ কিছু মুখ ফুটে না বললে সব ঠিক আছে।’

এদিকে জানা গেছে, তাদের সম্পর্ক ঠিক আছে। দিশাকে প্রায় নিয়মিতই দেখা যায় টাইগারের বাড়িতে। বিচ্ছেদ সম্পূর্ণ গুজব। এখনও কাজ না থাকলে তিনি তার এবং টাইগারের পরিবারের সাথে সময় কাটান। তাদের মধ্যে এতটাই প্রেম যে তারা কাজ করার জন্যও একসাথে বাড়ি থেকে বের হন।

যখন থেকে দিশা তার এক ভিলেনের সিক্যুয়েলের প্রচার শুরু করেছেন, তখন থেকে তাকে নিয়মিত টাইগারের বাড়িতে দেখা গেছে বলে সূত্র থেকে জানা গেছে।

যখন টাইগার ও দিশার টিমের কাছে জানতে চাওয়া হয়েছিল যে ব্রেকআপের গল্পটি একটি পাবলিসিটি স্টান্ট কিনা, তারা উত্তর দিয়েছিল, ‘এই ব্রেকআপের গল্পগুলো অবশ্যই দিশা এবং টাইগারের কাছ থেকে ছড়ায়নি।’

জন আব্রাহাম, অর্জুন কাপুর এবং তারা সুতারিয়ার সাথে দিশা পাটানির ফিল্ম এক ভিলেন রিটার্নস সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এবং ছবিটি বক্স অফিসেও ভাল ফল করছে। খুব তাড়াতাড়ি তার যোধা, কেটিনা এবং প্রজেক্ট কে মুক্তি পাবে।

অন্যদিকে টাইগার শ্রফকে দেখা যাবে হিরোপান্তি ৩,বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ, র‌্যাম্বো গণপথে। সম্প্রতি, করন জোহরও টাইগার শ্রফের সাথে তার পরবর্তী ছবি স্ক্রু ঢিলা ঘোষণা করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে মসজিদের বাক্সে ৯ লাখ টাকা

বিচ্ছেদ নয়, প্রেম জমেছে টাইগার-দিশার

আপডেট সময় ১০:৩৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২

আকাশ বিনোদন ডেস্ক :  

সম্প্রতি বিচ্ছেদের গুঞ্জন শোনা গিয়েছিল বলিউড অভিনেতা টাইগার শ্রফ ও অভিনেত্রী দিশা পাটানির। গত জুলাই মাসে নাকি তাদের ছ’বছরের সম্পর্কের ইতি হয়েছিল।

লন্ডনে পরিবারকে নিয়ে সময় কাটাচ্ছিলেন টাইগার। দিশা ব্যস্ত ছিলেন ‘এক ভিলেন’ এর কাজে। টাইগার দিশাকে ভুলে নাকি মডেল আকাঙ্ক্ষা শর্মার প্রেমেও পড়েছিলেন!

এর মাঝেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিশার। ‘কেউ কিছু মুখ ফুটে না বললে সব ঠিক আছে।’

এদিকে জানা গেছে, তাদের সম্পর্ক ঠিক আছে। দিশাকে প্রায় নিয়মিতই দেখা যায় টাইগারের বাড়িতে। বিচ্ছেদ সম্পূর্ণ গুজব। এখনও কাজ না থাকলে তিনি তার এবং টাইগারের পরিবারের সাথে সময় কাটান। তাদের মধ্যে এতটাই প্রেম যে তারা কাজ করার জন্যও একসাথে বাড়ি থেকে বের হন।

যখন থেকে দিশা তার এক ভিলেনের সিক্যুয়েলের প্রচার শুরু করেছেন, তখন থেকে তাকে নিয়মিত টাইগারের বাড়িতে দেখা গেছে বলে সূত্র থেকে জানা গেছে।

যখন টাইগার ও দিশার টিমের কাছে জানতে চাওয়া হয়েছিল যে ব্রেকআপের গল্পটি একটি পাবলিসিটি স্টান্ট কিনা, তারা উত্তর দিয়েছিল, ‘এই ব্রেকআপের গল্পগুলো অবশ্যই দিশা এবং টাইগারের কাছ থেকে ছড়ায়নি।’

জন আব্রাহাম, অর্জুন কাপুর এবং তারা সুতারিয়ার সাথে দিশা পাটানির ফিল্ম এক ভিলেন রিটার্নস সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এবং ছবিটি বক্স অফিসেও ভাল ফল করছে। খুব তাড়াতাড়ি তার যোধা, কেটিনা এবং প্রজেক্ট কে মুক্তি পাবে।

অন্যদিকে টাইগার শ্রফকে দেখা যাবে হিরোপান্তি ৩,বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ, র‌্যাম্বো গণপথে। সম্প্রতি, করন জোহরও টাইগার শ্রফের সাথে তার পরবর্তী ছবি স্ক্রু ঢিলা ঘোষণা করেছেন।