অাকাশ জাতীয় ডেস্ক:
রাজশাহীর বাগমারায় বিলে বজ্রপাতের সময় নৌকা থেকে পড়ে তিন জেলে নিহত হয়েছেন। রোববার দুপুরে তাদের লাশ উদ্ধার করা হয়। ওই নৌকা থেকে উদ্ধার করা হয়েছে অপর ১০ জেলেকে। যাদের মধ্যে দুইজনের উদ্ধারের পর জ্ঞ্যান ফিরে বলে জানান বড়বিহানলী ইউনিয়নের চেয়ারম্যান মাহামুদুর রহমান মিলন।
নিহতরা হলেন, উপজেলার বড়বিহানালী ইউনিয়নের বিহনালী গ্রামের জেলে আবুল হোসেন (৫০), খোরসেদ আলম (৫০) ও জালাল উদ্দীন (৪০)। আর অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয় আব্দুল করিম (২৮) ও আশরাফুল ইসলামকে (৩৫)। স্থানীয়ভাবে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
উদ্ধার জেলেদের বরাদ দিয়ে ইউপি চেয়ারম্যান মাহামুদুর রহমান মিলন বলেন, উপজেলার বিলসুতি বিলে মধ্যে একটি কৌকায় ১৩ জন জেলে মাছ ধরছিল। বেলা সাড়ে ১১ টার দিকে বৃষ্টির সময় বজ্রপাত ঘটে। এসময় তিনজন নৌকা থেকে পড়ে নিখোঁজ হন। আর নৌকার উপর দুইজন জ্ঞ্যান হারিয়ে ফেলেন। খবর পেয়ে আরেকটি নৌকা নিয়ে গিয়ে ১০ জেলেকে উদ্ধার করে নিয়ে আসে। যাদের মধ্যে করিম ও আশরাফুল জ্ঞ্যান ছিল না। পরে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাদের জ্ঞ্যান ফিরে।
এ বিষয়ে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম আহমেদ বলেন, নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য সেখানে পুলিশ ও দমকল বিভাগের ডুবুরি দল পাঠানো হয়। দুপুর ২টার দিকে স্থানীয়দের সহযোগিতায় বিলে তল্লাশী চালিয়ে নিখোঁজ তিন জেলের লাশ পাওয়া যায়। বজ্রপাতের সময় জ্ঞ্যান হারিয়ে নৌকা থেকে পড়ে গিয়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা এই পুলিশ কর্মকর্তার।
আকাশ নিউজ ডেস্ক 
























