আকাশ জাতীয় ডেস্ক:
সপরিবারে হেলিকপ্টারে চড়ে বাড়ি ফিরেছেন আমেরিকা প্রবাসী জসিম উদ্দিন প্রধান। শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেসরকারি একটি হেলিকপ্টারে তেগুরিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে অবতরণ করেন তিনি।
এ সময় তাকে সংবর্ধনা দিয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও এলাকাবাসী।
আমেরিকা প্রবাসী জসিম উদ্দিন প্রধান চাঁদপুরের কচুয়া উপজেলার তেগুরিয়া গ্রামের অধিবাসী সাবেক ইউপি সদস্য মো. মোখলেছুর রহমান প্রধানের ছেলে। তিনি ২০০৫ সালে আমেরিকায় পাড়ি দেন। বর্তমানে তিনি ওই দেশের নাগরিকত্ব লাভ করে স্ত্রী ও সন্তানদের নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন। তিনি এলাকায় গরিব অসহায় মানুষের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।
হেলিকপ্টারযোগে জসিম উদ্দিন প্রধান নিজ বাড়িতে আসায় এলাকার হাজার হাজার উৎসুক জনতা ভিড় জমান।
আকাশ নিউজ ডেস্ক 




















