অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
কঙ্গোয় সেনাবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে ১২ জন ক্রু`র সবাই মারা গেছেন। শনিবার রাজধানী কিনশাসায় ওই কার্গো বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রত্যক্ষদর্শী এক সেনা কর্মকর্তা জানান, কিনশাসা বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটিতে আগুন ধরে যায়। বিমানটিতে কঙ্গোর সেনাদের পাশাপাশি বিদেশি সেনাও ছিল বলে রয়টার্সকে জানিয়েছেন ওই কর্মকর্তা।
কঙ্গোর প্রতিরক্ষামন্ত্রী ক্রিসপিন আতামা তাবে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি শনিবার সকালের একটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার খবর নিশ্চিত করছি। উড়োজাহাজের ১২ জন ক্রুর সবাই প্রাণ হারিয়েছেন।
আকাশ নিউজ ডেস্ক 
























