ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যক্তির স্বৈরাচার হওয়া রোধেই আইনসভার উচ্চকক্ষ : আলী রীয়াজ ইরানে বিক্ষোভকারীদের ওপর সরকারের দমন-পীড়ন, কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের ইরানি জনগণই স্বৈরশাসকদের ক্ষমতাচ্যুত করবে: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ দিয়েছে ইসি এমপি যদি সৎ হন, ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার: রুমিন ফারহানা ‘ধর্মের নামে ব্যবসা করে যারা নির্বাচনে জিততে চায়, তারা এ দেশে আর কখনো গ্রহণযোগ্যতা পাবে না’:ফারুক পার্থকে ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী গণহত্যার বিচারে ধরনের কম্প্রোমাইজ নয়: প্রসিকিউটর তামিম স্ত্রীর কোনো স্বর্ণ নেই, তাহেরির আছে ৩১ ভরি স্বর্ণ নির্বাচনে ভোট ডাকাতি যেন আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে : প্রধান উপদেষ্টা

হৃত্বিক ও তার প্রেমিকাকে ‘বাবা-মেয়ে’ বলে কটাক্ষ

আকাশ বিনোদন ডেস্ক : 

প্রেমের ক্ষেত্রে বয়স শুধুই সংখ্যা মাত্র। বলিউড তারকাদের দেখে সে কথা বুঝতে আর বাকি থাকে না। বয়সের তোয়াক্কা না করেই তারা প্রেমে পড়ে যান। এমন উদাহরণ অনেক আছে। সেই তালিকারও নতুন সংযোজন ৪৮ বছর বয়সী হৃত্বিক রোশন এবং ৩৬-এর সাবা আজাদ।

একে অপরের প্রেমে বুঁদ হয়ে দিব্যি দিন কাটছে এই দুই তারকার। কিন্তু তাতে কী! পিছু ছাড়ে না ট্রোল আর কটাক্ষ। সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে দেখা যায় হৃত্বিক ও সাবাকে। হাতে হাত রেখে হাঁটছিলেন তারা। পাপারাৎজিদের ক্যামেরার সামনেও সপ্রতিভ। দ্বিধার লেশমাত্র নেই।

সেই ভিডিওই ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে। তারকা-যুগলকে দেখে খুশি অনুরাগীদের একাংশ। তাদের ভালোবাসা জানিয়েছেন অনেকে। এক দল নেটিজেনের কাছে আবার আগ্রহের বিষয় হৃত্বি-সাবার বয়সের পার্থক্য। তা নিয়ে করেছেন কটাক্ষ।

এক নেটিজেন লিখেছেন, ‘আমি ভেবেছিলাম সাবা ওর (হৃত্বিকের) মেয়ে।’ আরেকজন সরাসরি লিখেছেন, ‘বাবা-মেয়ে’। একই কথা আরেকজন ঘুরিয়ে মশকরা করে লিখেছেন, ‘বাবা আর মেয়েকে বেশ লাগছে’। এমনই অসংখ্য কটূক্তি ধেয়ে এসেছে তারকা-জুটির দিকে।

বেশ কয়েকমাস ধরে সম্পর্কে রয়েছেন হৃত্বিক ও সাবা। প্রেমিকের বাড়িতেও আনাগোনা লেগে থাকে অভিনেত্রীর। রোশন পরিবারের ঘরোয়া আড্ডাতেও দেখা যায় সাবাকে।

সম্পর্ক নিয়ে রাখঢাক করছেন না বলিউডের ‘গ্রিক দেবতা’ হৃত্বিক। করণ জোহরের জন্মদিনের পার্টিতে পৌঁছেছিলেন প্রেমিকাকে নিয়ে। সকলের সঙ্গে তার পরিচয়ও করিয়ে দেন হৃত্বিক। শোনা যাচ্ছে, খুব শিগগির তারা বিয়ে করবেন। সত্যিই কি তাই? জানতে মুখিয়ে অনুরাগীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যক্তির স্বৈরাচার হওয়া রোধেই আইনসভার উচ্চকক্ষ : আলী রীয়াজ

হৃত্বিক ও তার প্রেমিকাকে ‘বাবা-মেয়ে’ বলে কটাক্ষ

আপডেট সময় ১১:২৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২

আকাশ বিনোদন ডেস্ক : 

প্রেমের ক্ষেত্রে বয়স শুধুই সংখ্যা মাত্র। বলিউড তারকাদের দেখে সে কথা বুঝতে আর বাকি থাকে না। বয়সের তোয়াক্কা না করেই তারা প্রেমে পড়ে যান। এমন উদাহরণ অনেক আছে। সেই তালিকারও নতুন সংযোজন ৪৮ বছর বয়সী হৃত্বিক রোশন এবং ৩৬-এর সাবা আজাদ।

একে অপরের প্রেমে বুঁদ হয়ে দিব্যি দিন কাটছে এই দুই তারকার। কিন্তু তাতে কী! পিছু ছাড়ে না ট্রোল আর কটাক্ষ। সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে দেখা যায় হৃত্বিক ও সাবাকে। হাতে হাত রেখে হাঁটছিলেন তারা। পাপারাৎজিদের ক্যামেরার সামনেও সপ্রতিভ। দ্বিধার লেশমাত্র নেই।

সেই ভিডিওই ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে। তারকা-যুগলকে দেখে খুশি অনুরাগীদের একাংশ। তাদের ভালোবাসা জানিয়েছেন অনেকে। এক দল নেটিজেনের কাছে আবার আগ্রহের বিষয় হৃত্বি-সাবার বয়সের পার্থক্য। তা নিয়ে করেছেন কটাক্ষ।

এক নেটিজেন লিখেছেন, ‘আমি ভেবেছিলাম সাবা ওর (হৃত্বিকের) মেয়ে।’ আরেকজন সরাসরি লিখেছেন, ‘বাবা-মেয়ে’। একই কথা আরেকজন ঘুরিয়ে মশকরা করে লিখেছেন, ‘বাবা আর মেয়েকে বেশ লাগছে’। এমনই অসংখ্য কটূক্তি ধেয়ে এসেছে তারকা-জুটির দিকে।

বেশ কয়েকমাস ধরে সম্পর্কে রয়েছেন হৃত্বিক ও সাবা। প্রেমিকের বাড়িতেও আনাগোনা লেগে থাকে অভিনেত্রীর। রোশন পরিবারের ঘরোয়া আড্ডাতেও দেখা যায় সাবাকে।

সম্পর্ক নিয়ে রাখঢাক করছেন না বলিউডের ‘গ্রিক দেবতা’ হৃত্বিক। করণ জোহরের জন্মদিনের পার্টিতে পৌঁছেছিলেন প্রেমিকাকে নিয়ে। সকলের সঙ্গে তার পরিচয়ও করিয়ে দেন হৃত্বিক। শোনা যাচ্ছে, খুব শিগগির তারা বিয়ে করবেন। সত্যিই কি তাই? জানতে মুখিয়ে অনুরাগীরা।