অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
সাবেক বয়ফ্রেন্ডের বিরুদ্ধে ধর্ষন ও যৌন হয়রানির অভিযোগ এনেছিলো মেয়েটি। কিন্তু আদালত তাকে ‘বিশ্বাসযোগ্য’ মনে করেননি। ফলে মামলাটি খারিজ হয়ে যায়। ধর্ষনের অপ্রমানিত অভিযোগে মামলা করার দায়ে মেয়েটিকে এখন ২৪ হাজার ডলার ক্ষতিপূরণ দিতে হবে।
ঘটনাটি ঘটে ২০১১ সালে। দুজনের সম্পর্ক ‘এই ভাঙ্গে এই গড়ে’ অবস্থা। ‘আমাকে ধর্ষন করা হয়েছে’- এই অভিযোগে প্রাক্তন বয়ফ্রেন্ডের বিরুদ্ধে মামলা ঠুকে দেয় মেয়েটি (পাবলিকেশন ব্যান থাকায় মেয়েটির নাম প্রকাশ থেকে বিরত থাকতে হলো।) ছেলেটি দাবি করে পরষ্পরের সম্মতিতেই তারা মিলিত হয়েছিলেন।
বিচারের প্রক্রিয়ায় আদালত ছেলেটিকে পাঠানো মেয়েটির ইমেইল এবংটেক্সট ম্যাসেজ জব্দ করে। তারপর সিদ্ধান্ত দেয়- মেয়েটিকে বিশ্বাস করা যাচ্ছে না।ইমেইল এবং টেক্সট ম্যাসেজের ভাষা বলছে- এখানে জোরজবরদস্তির কোনো ঘটনা নেই।
বিচার আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে মেয়েটি। সেখানেও হেরে যায় সে।ছেলেটিকে তার এখন ২৪৮০০ ডলার ক্ষতিপূরণ দিতে হবে এই মামলা করার কারনে।
আকাশ নিউজ ডেস্ক 

























