অাকাশ নিউজ ডেস্ক:
মূর্তি তৈরি করা থেকে শুরু করে পেইন্টিং, সবই আর্টের অর্ন্তভুক্ত। কিন্তু অনেকের আর্ট এতটাই ভালো হয় যে সেটা বোঝার জন্য মস্তিষ্কে ঝড় তুলতে হয়। আর যখন আর্টের সেই গোপন রহস্য কিংবা বার্তা সামনে চলে আসে তখন প্রশংসা না করে থাকতে পারা যায় না।
এইরকমই একজন শিল্পী হলেন অস্ট্রিয়ার জোহানেস স্ট্যাটার। যিনি তার কাজ সম্পন্ন করার জন্য অনেক বছর কাটিয়েছেন।
জোহানেস পেশায় একজন চিত্রশিল্পী, যার কাজ দেখে অবাক হয়েছেন। আর এবার তিনি আলোচনায় এসেছেন তাঁর বিশেষ শিল্পকর্মের কারণে। জোহানস জিনিসের মধ্যে নগ্ন মডেলগুলোকে লুকিয়ে রাখেন। যাকে প্রথমবারের মধ্যে খোঁজা সম্ভব নয়।
ইন্টারনেটে ভাইরাল হওয়া এই ছবিটি দেখে মনে হচ্ছে যেন কেউ একজায়গায় একসাথে অনেকগুলো পাথরকে জড়ো করে রেখেছে। কিন্তু এই পাথরগুলোর মধ্যে লুকিয়ে রয়েছে একটি নগ্ন মডেল। আর এর জন্য জোহানসের অনেক সময় লেগেছে। কিন্তু এরপর যে ফলটি বেরিয়েছে সেটা অবাক করার মতো!
আকাশ নিউজ ডেস্ক 

























