ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নিজেই নিজেকে বিয়ে করলেন লরা মেসি!

অাকাশ নিউজ ডেস্ক:

বিয়ের অনুষ্ঠানে সাজসজ্জা, খাওয়া-দাওয়া কোনো কিছুরই কমতি ছিল না। অতিথি হিসেবে বিয়েতে যোগ দিয়েছিলেন ৭০ জন অতিথিও। বিয়ের জন্য অর্ডার দিয়ে তৈরি করা হয়েছিল তিন স্তরের কেক। কিন্তু সব কিছু থাকার মধ্যে ছিল না শুধু বিয়ের বর!

বর না থাকলে কী হবে, বিয়ে থেমে থাকেনি। বলছিলাম ইতালির বাসিন্দা লরা মেসির কথা। ৪০ বছর বয়সী ঐ নারী বিয়ের জন্য কোনো বর খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত নিজেই নিজেকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। সেই অনুযায়ী-ই বেশ ঘটা করে সেরে ফেললেন বিয়ে।

নিজেই নিজেকে বিয়ে করা প্রসঙ্গে লরা বলেন, আমি বিশ্বাস করি প্রতিটা মানুষের প্রথম ভালোবাসার মানুষ হওয়া উচিত নিজেই। একজন রাজপুত্র ছাড়াও পূর্ণাঙ্গ একটি রূপকথা সম্ভব। মূলত ১২টি প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর দুই বছর আগেই তার মধ্যে নিজেই নিজেকে বিয়ে করার (সোলোগামিতা) সিদ্ধান্ত নেন।

তিনি বলেন, আমি আমার বন্ধুদের বললাম, ৪০ বছরের জন্মদিনেও যদি মনের মানুষ না পাই, আমি নিজেকেই বিয়ে করব। নিজেই নিজেকে বিয়ে করার প্রবণতা ইদানীং উত্তর আমেরিকাতেও বেশ দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রে ’আই ম্যারিড মি’ (আমি আমাকে বিয়ে করেছি)’ নামে একটি ওয়েবসাইটে এই ধরনের বিয়ের সামগ্রী বেশ ভালোভাবেই বিকোচ্ছে। বিবিসি

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজেই নিজেকে বিয়ে করলেন লরা মেসি!

আপডেট সময় ১১:৩৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০১৭

অাকাশ নিউজ ডেস্ক:

বিয়ের অনুষ্ঠানে সাজসজ্জা, খাওয়া-দাওয়া কোনো কিছুরই কমতি ছিল না। অতিথি হিসেবে বিয়েতে যোগ দিয়েছিলেন ৭০ জন অতিথিও। বিয়ের জন্য অর্ডার দিয়ে তৈরি করা হয়েছিল তিন স্তরের কেক। কিন্তু সব কিছু থাকার মধ্যে ছিল না শুধু বিয়ের বর!

বর না থাকলে কী হবে, বিয়ে থেমে থাকেনি। বলছিলাম ইতালির বাসিন্দা লরা মেসির কথা। ৪০ বছর বয়সী ঐ নারী বিয়ের জন্য কোনো বর খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত নিজেই নিজেকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। সেই অনুযায়ী-ই বেশ ঘটা করে সেরে ফেললেন বিয়ে।

নিজেই নিজেকে বিয়ে করা প্রসঙ্গে লরা বলেন, আমি বিশ্বাস করি প্রতিটা মানুষের প্রথম ভালোবাসার মানুষ হওয়া উচিত নিজেই। একজন রাজপুত্র ছাড়াও পূর্ণাঙ্গ একটি রূপকথা সম্ভব। মূলত ১২টি প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর দুই বছর আগেই তার মধ্যে নিজেই নিজেকে বিয়ে করার (সোলোগামিতা) সিদ্ধান্ত নেন।

তিনি বলেন, আমি আমার বন্ধুদের বললাম, ৪০ বছরের জন্মদিনেও যদি মনের মানুষ না পাই, আমি নিজেকেই বিয়ে করব। নিজেই নিজেকে বিয়ে করার প্রবণতা ইদানীং উত্তর আমেরিকাতেও বেশ দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রে ’আই ম্যারিড মি’ (আমি আমাকে বিয়ে করেছি)’ নামে একটি ওয়েবসাইটে এই ধরনের বিয়ের সামগ্রী বেশ ভালোভাবেই বিকোচ্ছে। বিবিসি