আকাশ জাতীয় ডেস্ক:
এনআরবিসি ব্যাংক কুমিল্লার বুড়িচংয়ে শুরু করেছে ব্যাংকিং কার্যক্রম। সোমবার প্রধান অতিথি হিসেবে উপশাখার উদ্বোধন করেন কুমিল্লা-৫ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা, এ্যাডভোকেট আবুল হাসেম খান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালক একেএম মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মো. আখলাক হায়দার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর মো. সোলায়মান, বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন।
অনুষ্ঠানে বুড়িচং উপশাখার ইনচার্জ মো. হেলাল উদ্দিন, সম্মানিত গ্রাহকবৃন্দ, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের সম্মৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
আকাশ নিউজ ডেস্ক 

























