আকাশ স্পোর্টস ডেস্ক:
চলছে বাংলাদেশ ক্রিকেট লিগের খেলা। চলতি আসরের প্রথম রাউন্ডের খেলায় প্রথম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি হাঁকালেন ওয়ালটন মধ্যাঞ্চলের টপঅর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। আর তার সেঞ্চুরির উপর ভর করে বড় সংগ্রহের দিকেই এগাচ্ছে তার দল।
ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২১৯ রানে থামে বিসিবি উত্তরাঞ্চলের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান তুলেন ওপেনার পারভেজ হোসেন ইমন। এছাড়া দলনেতা মার্শাল আইয়ুব ৩৫ এবং তানজিদ হাসান করেন ৩২ রান। এদিকে মধ্যাঞ্চলের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন রকিবুল হক। এছাড়া দুটি উইকেট নেন শুভাগত হোম।
জবাবে ব্যাট করতে নেমে প্রথমদিনে বিনা উইকেট ৬১ রান সংগ্রহ করেছিলো মধ্যাঞ্চল। দ্বিতীয় দিনের খেলায় আবারও ব্যাট করতে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন এবং মিজানুর রহমান।
৪৩ রানে পরাজিত থাকা মিঠুন দ্বিতীয় দিন সকালে ফিফটি স্পর্শ করেন তিনি ৬৪ বল খেলে। পরে সেখানেই না থেমে তিনি এগিয়ে যান আরও। বাঁহাতি স্পিনার সানজামুল ইসলামের বল কাভারে ঠেলে সিঙ্গেল নিয়ে তিন অঙ্কে পা রাখেন ১৪৫ বল খেলে। প্রথম শ্রেণির ক্রিকেটে তার ত্রয়োদশ সেঞ্চুরি এটি।
জাতীয় লিগে প্রায় একই অবস্থা ছিল মিজানুর রহমানেরও। রাজশাহীর হয়ে চার ম্যাচে আট ইনিংস খেলে ছিল না ফিফটি, সর্বোচ্চ ছিল ৪৮। তিনিও শুরুটা দারুণ করলেন বিসিএলে।
আকাশ নিউজ ডেস্ক 

























