ঢাকা ১১:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদি হত্যার কেবল চার আসামি নয়, সম্পূর্ণ নেটওয়ার্কের বিচার চাই: ইনকিলাব মঞ্চ অচেতন অবস্থায় রংপুরে উদ্ধার গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী কোনো বিশেষ ক্ষেত্রে ভোট দেওয়ার নির্দেশনা দেওয়া সরকারের উচিত নয়: আমির খসরু আওয়ামী লীগকে নির্বাচনে আনতে আন্তর্জাতিক মহলের কোনো চাপ নেই: শফিকুল আলম আমরা এখন আর আইসিইউতে নেই, কেবিনে উঠে এসেছি: অর্থ উপদেষ্টা ‘বন্দি থাকাকালে বেগম জিয়ার পক্ষে কথা বলার কেউই ছিলেন না’:আসিফ নজরুল নোয়াখালীকে হারিয়ে টেবিলের শীর্ষে চট্টগ্রাম রয়্যালস খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা জোট নয়, এককভাবেই নির্বাচনে লড়বে ইসলামী আন্দোলন ওসমান হাদির ভাইকে যুক্তরাজ্যে বাংলাদেশ মিশনে নিয়োগ

‘কোহলিকে আরও একটু সম্মান দেওয়া উচিত ছিল’

আকাশ স্পোর্টস ডেস্ক:

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই বিরাট কোহলি ঘোষণা দেন বিশ্বকাপ শেষে টি-টোয়েন্টির নেতৃত্ব ছেড়ে দেবেন। বিশ্বকাপ শেষে কোহলির অবর্তমানে ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয় তারকা ওপেনার রোহিত শর্মাকে।

টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছেড়ে দিয়ে আরও কিছু দিন ওয়ানডে ও টেস্টের নেতৃত্ব দেওয়ার ইচ্ছা ছিল কোহলির। কিন্তু তার সেই ইচ্ছা পূরণ হলো না। ওয়ানডে দলের নেতৃত্ব থেকেও বিশ্বের এ সময়ের সেরা এই ব্যাটসম্যানকে সরিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

কোহলিকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া প্রসঙ্গে পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট বলেন, বিসিসিআই চায়নি কোহলি টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ুক। কিন্তু তার মানে এই নয় সাদা বলের ক্রিকেটে দুইজন অধিনায়ক থাকতে পারবে না। সব থেকে ভালো হতো যদি কোহলিকে ওয়ানডের অধিনায়ক রেখে রোহিত শর্মাকে শুধু টি-টোয়েন্টির দায়িত্ব দেওয়া হতো।

নিজের ইউটিউব চ্যানেলে সালমান বাট আরও বলেন, কোহলিকে ৪৮ ঘণ্টা সময় দেওয়া থেকেই বোঝা যাচ্ছে বিসিসিআইয়ের হাতে কতটা ক্ষমতা রয়েছে। কেউ দেখলো না ভারতীয় ক্রিকেটের জন্য কোহলি কী করেছে। ওকে আরও একটু সম্মান দেওয়া উচিত ছিল। বিসিসিআইয়ের বোঝা উচিত ছিল কোহলি বিশ্বের সেরা ক্রিকেটারদের একজন।

প্রসঙ্গত, ২০১৭ সালের জানুয়ারি থেকে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় দলকে নেতৃত্ব দেন বিরাট কোহলি। এই সময়ে ৫০ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৩০টিতে জয় উপহার দেন কোহলি। আর ২০১৩ সালের জুলাই থেকে ভারতকে ৯৫টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়ে ৬৫টিতে জয় উপহার দেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাদি হত্যার কেবল চার আসামি নয়, সম্পূর্ণ নেটওয়ার্কের বিচার চাই: ইনকিলাব মঞ্চ

‘কোহলিকে আরও একটু সম্মান দেওয়া উচিত ছিল’

আপডেট সময় ০৭:৫৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১

আকাশ স্পোর্টস ডেস্ক:

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই বিরাট কোহলি ঘোষণা দেন বিশ্বকাপ শেষে টি-টোয়েন্টির নেতৃত্ব ছেড়ে দেবেন। বিশ্বকাপ শেষে কোহলির অবর্তমানে ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয় তারকা ওপেনার রোহিত শর্মাকে।

টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছেড়ে দিয়ে আরও কিছু দিন ওয়ানডে ও টেস্টের নেতৃত্ব দেওয়ার ইচ্ছা ছিল কোহলির। কিন্তু তার সেই ইচ্ছা পূরণ হলো না। ওয়ানডে দলের নেতৃত্ব থেকেও বিশ্বের এ সময়ের সেরা এই ব্যাটসম্যানকে সরিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

কোহলিকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া প্রসঙ্গে পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট বলেন, বিসিসিআই চায়নি কোহলি টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ুক। কিন্তু তার মানে এই নয় সাদা বলের ক্রিকেটে দুইজন অধিনায়ক থাকতে পারবে না। সব থেকে ভালো হতো যদি কোহলিকে ওয়ানডের অধিনায়ক রেখে রোহিত শর্মাকে শুধু টি-টোয়েন্টির দায়িত্ব দেওয়া হতো।

নিজের ইউটিউব চ্যানেলে সালমান বাট আরও বলেন, কোহলিকে ৪৮ ঘণ্টা সময় দেওয়া থেকেই বোঝা যাচ্ছে বিসিসিআইয়ের হাতে কতটা ক্ষমতা রয়েছে। কেউ দেখলো না ভারতীয় ক্রিকেটের জন্য কোহলি কী করেছে। ওকে আরও একটু সম্মান দেওয়া উচিত ছিল। বিসিসিআইয়ের বোঝা উচিত ছিল কোহলি বিশ্বের সেরা ক্রিকেটারদের একজন।

প্রসঙ্গত, ২০১৭ সালের জানুয়ারি থেকে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় দলকে নেতৃত্ব দেন বিরাট কোহলি। এই সময়ে ৫০ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৩০টিতে জয় উপহার দেন কোহলি। আর ২০১৩ সালের জুলাই থেকে ভারতকে ৯৫টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়ে ৬৫টিতে জয় উপহার দেন তিনি।