অাকাশ জাতীয় ডেস্ক:
রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে তিন কোটি টাকার হেরোইনের চালান উদ্ধার করেছে র্যাব। যেখানে সোয়া ৩ কেজি হেরোইন পাওয়া গেছে। এসময় হেরোইন রাখার দায়ে রবিউল ইসলাম (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
রাজশাহী র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাত ৯টার দিকে উপজেলার উজানপাড়া এলাকায় র্যাবের একটি দল অভিযান চালায়। এসময় র্যাব সদস্যরা রবিউল ইসলাম নামের একজনকে আটক করে। তার শরীরে তল্লাশী চালিয়ে তিন কেজি ২৫০ গ্রাম হেরোইন পাওয়া যায়।
রবিউল ইসলাম মহিষালবাড়ি মাদাপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তার কাছ থেকে হেরোইন ছাড়াও দুইটি মোবাইল, চারটি সীমকার্ড ও নগদ এক হাজার ৮৮০ টাকা জব্দ করা হয়। তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানায় র্যাব।
আকাশ নিউজ ডেস্ক 
























