ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

এসএসসি পরীক্ষার্থীকে বাসায় আটকে যৌন নিপীড়ন, গ্রেফতার ২

আকাশ জাতীয় ডেস্ক:

পরীক্ষা শেষে বাসায় ফেরার পথে এক এসএসসি পরীক্ষার্থীকে আটকে যৌন নিপীড়নের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পটুয়াখালীর কলাপাড়ার লালুয়া ইউনিয়নের চর চান্দুপাড়া গ্রাম থেকে বুধবার রাত ১১টার দিকে পুলিশ তাদের গ্রেফতার করে এবং নির্যাতনের শিকার ছাত্রীকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।

গ্রেফতারকৃতরা হলো মোটরসাইকেল চালক মূল অভিযুক্ত নুর বাহাদুর চৌধুরী (২৫) ও কলেজছাত্র সুজন হাওলাদার (২২)।

এ ঘটনায় ছয়জনের নামে বৃহস্পতিবার সকালে ওই ছাত্রী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

কলাপাড়া থানা পুলিশ জানান, ভোকেশনাল বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় বালিয়াতলী ইউনিয়নের ওই ছাত্রী। বুধবার দুপুরে কলাপাড়া পৌর শহরের খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে পরীক্ষা শেষে মোটরসাইকেল চালক নুর বাহাদুরের মোটরসাইকেলে করে নিজ বাসায় ফিরছিলেন। কিন্তু তাকে বাসায় না নিয়ে নুর বাহাদুর তার চর চান্দুপাড়ার নিজ বাসায় নিয়ে যায়।

এ সময় তার বাসায় কেউ না থাকায় ওই ছাত্রীকে মারধর করে আহত করে এবং তার পরনের কাপড় টেনেহিঁচড়ে খুলে তাকে যৌন নিপীড়ন করে। এ সময় স্থানীয়রা ওই ছাত্রীর কান্নাকাটি শুনে ওই বাসায় গিয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে রাত ১১টার দিকে পুলিশ নুর বাহাদুর ও সুজনকে গ্রেফতার করে।

স্কুল ছাত্রীর পরিবারের অভিযোগ, তাকে ভুল বুঝিয়ে বাসায় নিয়ে নুর বাহাদুর তার সহযোগীদের নিয়ে জোরপূর্বক ধর্ষণচেষ্টা চালায়। এর আগেও তাকে নানাভাবে উত্ত্যক্ত করত।

কলাপাড়া থানার ওসি মো. জসীম জানান, তারা ঘটনার খবর পেয়ে দুই ঘণ্টার মধ্যেই প্রধান দুই অভিযুক্তকে গ্রেফতার করেছেন। ওই ছাত্রী এখনো কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার নুর বাহাদুর ও সুজনকে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার অপর আসামি নিপুন শরীফ, আব্দুল হাই সন্যামত, জুলহাস ও শামীম হাওলাদারকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

এসএসসি পরীক্ষার্থীকে বাসায় আটকে যৌন নিপীড়ন, গ্রেফতার ২

আপডেট সময় ১০:২৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১

আকাশ জাতীয় ডেস্ক:

পরীক্ষা শেষে বাসায় ফেরার পথে এক এসএসসি পরীক্ষার্থীকে আটকে যৌন নিপীড়নের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পটুয়াখালীর কলাপাড়ার লালুয়া ইউনিয়নের চর চান্দুপাড়া গ্রাম থেকে বুধবার রাত ১১টার দিকে পুলিশ তাদের গ্রেফতার করে এবং নির্যাতনের শিকার ছাত্রীকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।

গ্রেফতারকৃতরা হলো মোটরসাইকেল চালক মূল অভিযুক্ত নুর বাহাদুর চৌধুরী (২৫) ও কলেজছাত্র সুজন হাওলাদার (২২)।

এ ঘটনায় ছয়জনের নামে বৃহস্পতিবার সকালে ওই ছাত্রী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

কলাপাড়া থানা পুলিশ জানান, ভোকেশনাল বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় বালিয়াতলী ইউনিয়নের ওই ছাত্রী। বুধবার দুপুরে কলাপাড়া পৌর শহরের খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে পরীক্ষা শেষে মোটরসাইকেল চালক নুর বাহাদুরের মোটরসাইকেলে করে নিজ বাসায় ফিরছিলেন। কিন্তু তাকে বাসায় না নিয়ে নুর বাহাদুর তার চর চান্দুপাড়ার নিজ বাসায় নিয়ে যায়।

এ সময় তার বাসায় কেউ না থাকায় ওই ছাত্রীকে মারধর করে আহত করে এবং তার পরনের কাপড় টেনেহিঁচড়ে খুলে তাকে যৌন নিপীড়ন করে। এ সময় স্থানীয়রা ওই ছাত্রীর কান্নাকাটি শুনে ওই বাসায় গিয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে রাত ১১টার দিকে পুলিশ নুর বাহাদুর ও সুজনকে গ্রেফতার করে।

স্কুল ছাত্রীর পরিবারের অভিযোগ, তাকে ভুল বুঝিয়ে বাসায় নিয়ে নুর বাহাদুর তার সহযোগীদের নিয়ে জোরপূর্বক ধর্ষণচেষ্টা চালায়। এর আগেও তাকে নানাভাবে উত্ত্যক্ত করত।

কলাপাড়া থানার ওসি মো. জসীম জানান, তারা ঘটনার খবর পেয়ে দুই ঘণ্টার মধ্যেই প্রধান দুই অভিযুক্তকে গ্রেফতার করেছেন। ওই ছাত্রী এখনো কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার নুর বাহাদুর ও সুজনকে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার অপর আসামি নিপুন শরীফ, আব্দুল হাই সন্যামত, জুলহাস ও শামীম হাওলাদারকে গ্রেফতারের চেষ্টা চলছে।