অাকাশ জাতীয় ডেস্ক:
রাজশাহীর দুর্গাপুরে পুকুরের পানিতে ডুবে তাজেনা খাতুন (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরের দিকে উপজেলার ঝালুকা গ্রামে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে মৃত্যু হয় তাজেনা খাতুনের। তাজেনা খাতুন ঝালুকা গ্রামের সাইদুর রহমানের স্ত্রী। গৃহবধূ তাজেনা খাতুনের দুইটি মেয়ে সন্তান রয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।
জানতে চাইলে দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, উপজেলার ঝালুকা খড়িয়ালপাড়া গ্রামের সাইদুর রহমানের স্ত্রী তাজেনা খাতুন বুধবার দুপুর ১২টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হয়। এরপর তাকে খুঁজে না পেয়ে ১টার দিকে বাড়ির পাশের পুকুরে বেড় জাল নামিয়ে তাকে উদ্ধার করা হয়। তবে ততক্ষণে মারা যায় তাজেনা খাতুন।
পরিবারের স্বজনদের উদ্ধৃতি দিয়ে থানার ওসি মিজান জানান, তাজেনা মৃগী রোগী ছিলেন। প্রায় প্রায় তিনি পুকুরের দিকে দৌঁড় দিতেন। ঘটনার সংবাদ পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। এরপর তাজেনার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























