আকাশ জাতীয় ডেস্ক:
পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল মাহাবুব শুভ গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
শংকরপাশা ইউনিয়নে নৌকার প্রার্থীর পক্ষে প্রচারণা শেষে ফেরার পথে এ গুলি চালানো হয়। রোববার রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর শহরে বিক্ষোভ মিছিল করেছেন দলীয় নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শী ও নৌকার সমর্থক কর্মীদের দাবি, প্রচারণা শেষে ফেরার পথে মল্লিকবাড়ি এলাকায় তাদের ওপর হামলা চালায় আনারস প্রতীকের লোকজন। এ সময় খুব কাছ থেকে শুভকে লক্ষ্য করে গুলি চালায় একজন। গুলি শুভর গলায় লাগে।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, শংকরপাশা ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় ফয়সাল মাহাবুব শুভ নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় দুইপক্ষের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা
আকাশ নিউজ ডেস্ক 























