ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাত করিনি : সিইসি নির্বাচনে অংশ নেবে কিনা ভাববে এনসিপি : আসিফ মাহমুদ প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে : আব্দুল্লাহ মো. তাহের একটি রাজনৈতিক দল বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করে আনছে: ফখরুলের অভিযোগ নরসিংদীতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, অভিযুক্তর বাড়িতে ভাঙচুর-আগুন ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসঙ্গে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে: জাইমা রহমান চাকরির ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে কিনা তা দেখা উচিত : আমীর খসরু ওসমানী হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার যুক্তরাষ্ট্রেকেও খেসারত দিতে হবে, ফরাসি কৃষিমন্ত্রীর হুঁশিয়ারি

খালপাড় থেকে নবজাতক উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকার ধামরাই উপজেলার আমতা ইউনিয়নের জোয়ার আমতা গ্রামের খালপাড় থেকে পরিত্যক্ত অবস্থায় এক কন্যা নবজাতক উদ্ধার হয়েছে। শুক্রবার ভোরে স্থানীয় গ্রামবাসী ওই নবজাতক উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে খালপাড়ে ওই নবজাতকের কান্নার আওয়াজে ঘুম ভাঙে ধামরাইয়ের জোয়ার আমতা গ্রামের কৃষক মো. আব্দুর রশিদের। তার বাড়ির সামনে খালপাড় থেকে ভেসে আসছিল ওই নবজাতকের কান্না। ঘুম থেকে উঠে তিনি কান্নার শব্দ অনুসরণ করে গিয়ে কন্যা নবজাতকটিকে দেখতে পান। তাকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে আসেন। সদ্য ভূমিষ্ঠ নবজাতকের নাড়ি সুঁতোয় বাঁধা ছিল না।

আব্দুর রশিদ নবজাতকটি তার বাড়িতে নিয়ে এসে এক মায়ের দুধ পান করালে মুহূর্তের মধ্যেই তার কান্না থেমে যায়।

পরে আব্দুর রশীদ বিষয়টি গ্রামবাসীকে অবহিত করলে ওই নবজাতকটি দেখতে শত শত উৎসুক জনতা ভিড় জমান। পরে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ওই নবজাতকের কোনো পিতা-মাতার পরিচয় পাওয়া যায়নি।

কৃষক আব্দুর রশিদ বলেন, অল্প অসুস্থতার কারণে পুলিশের সহযোগিতায় নবজাতকটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছি। চিকিৎসকরা জানিয়েছেন, নবজাতকটি সুস্থ আছে।

ধামরাই উপজেলার কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক রাসেল মোল্লা বলেন, পরিত্যক্ত অবস্থায় খালপাড় থেকে নবজাতক উদ্ধারের খবর পেয়ে আমরা উপজেলা সমাজসেবা ও মহিলা অধিদপ্তর কর্মকর্তাকে বিষয়টি অবহিত করি। বর্তমানে নবজাতকটি কৃষক আব্দুর রশিদের হেফাজতে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে ধামরাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম হাসান ও মহিলা অধিদপ্তর কর্মকর্তা সেলিনা আক্তার বলেন, নবজাতক উদ্ধারের বিষয়টি শুনেছি। ইউএনও স্যারের সঙ্গে আলাপ-আলোচনা করে ওই নবজাতকের পরিচয় পেতে বা লালন-পালন করতে যা যা করণীয় আছে তার সব ব্যবস্থাই আমরা করব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খালপাড় থেকে নবজাতক উদ্ধার

আপডেট সময় ১১:৪১:০১ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকার ধামরাই উপজেলার আমতা ইউনিয়নের জোয়ার আমতা গ্রামের খালপাড় থেকে পরিত্যক্ত অবস্থায় এক কন্যা নবজাতক উদ্ধার হয়েছে। শুক্রবার ভোরে স্থানীয় গ্রামবাসী ওই নবজাতক উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে খালপাড়ে ওই নবজাতকের কান্নার আওয়াজে ঘুম ভাঙে ধামরাইয়ের জোয়ার আমতা গ্রামের কৃষক মো. আব্দুর রশিদের। তার বাড়ির সামনে খালপাড় থেকে ভেসে আসছিল ওই নবজাতকের কান্না। ঘুম থেকে উঠে তিনি কান্নার শব্দ অনুসরণ করে গিয়ে কন্যা নবজাতকটিকে দেখতে পান। তাকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে আসেন। সদ্য ভূমিষ্ঠ নবজাতকের নাড়ি সুঁতোয় বাঁধা ছিল না।

আব্দুর রশিদ নবজাতকটি তার বাড়িতে নিয়ে এসে এক মায়ের দুধ পান করালে মুহূর্তের মধ্যেই তার কান্না থেমে যায়।

পরে আব্দুর রশীদ বিষয়টি গ্রামবাসীকে অবহিত করলে ওই নবজাতকটি দেখতে শত শত উৎসুক জনতা ভিড় জমান। পরে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ওই নবজাতকের কোনো পিতা-মাতার পরিচয় পাওয়া যায়নি।

কৃষক আব্দুর রশিদ বলেন, অল্প অসুস্থতার কারণে পুলিশের সহযোগিতায় নবজাতকটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছি। চিকিৎসকরা জানিয়েছেন, নবজাতকটি সুস্থ আছে।

ধামরাই উপজেলার কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক রাসেল মোল্লা বলেন, পরিত্যক্ত অবস্থায় খালপাড় থেকে নবজাতক উদ্ধারের খবর পেয়ে আমরা উপজেলা সমাজসেবা ও মহিলা অধিদপ্তর কর্মকর্তাকে বিষয়টি অবহিত করি। বর্তমানে নবজাতকটি কৃষক আব্দুর রশিদের হেফাজতে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে ধামরাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম হাসান ও মহিলা অধিদপ্তর কর্মকর্তা সেলিনা আক্তার বলেন, নবজাতক উদ্ধারের বিষয়টি শুনেছি। ইউএনও স্যারের সঙ্গে আলাপ-আলোচনা করে ওই নবজাতকের পরিচয় পেতে বা লালন-পালন করতে যা যা করণীয় আছে তার সব ব্যবস্থাই আমরা করব।