আকাশ জাতীয় ডেস্ক:
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন করেছে ‘বাংলাদেশ ভ্রাম্যমাণ হকার্স শ্রমিক ঐক্য ফোরাম’।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে সংগঠনের সভাপতি মো. ইউছুপ আলী সিকদার বলেন, প্রয়োজনীয় নিত্যপণ্য আজ আমাদের ক্রয় ক্ষমতার বাইরে। এই কারণে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমাদের জন্য সরকার যদি সঠিক মূল্য নির্ধারণ করে দেয় তাহলে আমরা চলতে পারব।
এ সময় তিনি হকারদের জন্য রেশনিং চালুর দাবি জানান। তিনি বলেন, আমাদের যে নীতিমালা রয়েছে তা বাস্তবায়ন করতে হবে এবং আমাদের জন্য রেশনিং কার্ড চালু করতে হবে।
সংগঠনটির সিনিয়র সহসভাপতি শেখ হুসাইন আহম্মদ সোহেল বলেন, নিত্যপণ্য ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ায় হকার শ্রেণির মানুষেরা ভীষণ কষ্টে জীবনযাপন করছে। তাই হকারদের প্রস্তাবিত নীতিমালা বাস্তবায়ন চাই।
মানববন্ধনে ভ্রাম্যমাণ হকারদের জন্য বহুতল ভবন নির্মাণ করে স্বল্পমূল্যে মাসিক ভাড়া বাবদ ফ্ল্যাট বরাদ্দের দাবি জানানো হয়। সেই সঙ্গে হকারদের মাঝে সুদবিহীন ব্যাংক ঋণ ও শিক্ষিত হকারদের জন্য চাকরির ব্যবস্থার দাবি জানান বক্তারা।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন হকার নেতা মো. সেলিম চৌধুরী, মো. সালাম, মো. আব্দুল গনি, মো. মহসিন সিকদার, মো. তৈহিদুল ইসলাম, মো. সেলিম মিয়া ও মো. সাদ্দাম হোসেন প্রমুখ।
আকাশ নিউজ ডেস্ক 
























