আকাশ নিউজ ডেস্ক:
ঘরে বসে ইউটিউব দেখে সন্তানের জন্ম দিয়েছে ভারতের কেরালার ১৭ বছরের এক কিশোরী। ঘুণাক্ষরেও টের পাননি ওই কিশোরীর বাড়ির লোকজন। শেষ পর্যন্ত মেয়ের ঘর থেকে বাচ্চার কান্না শুনে দরজায় কড়া নাড়ে বাড়ির লোকজন।
এরপর বাড়ির লোকজন গিয়ে দেখেন কিশোরী মেয়ের কোলে কাঁদছে সদ্যভূমিষ্ঠ সন্তান। এরপরই দ্রুত মা ও সন্তানকে হাসপাতালে পাঠানো হয়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মলপ্পুরমে। পুলিশ ইতিমধ্যে কিশোরীর গর্ভে সন্তানের জন্মদাতা যুবককে গ্রেফতার করেছে।
কেরালার মলপ্পুরমে বাবা-মায়ের সঙ্গে থাকে ১৭ বছরের ওই কিশোরী। অভিযোগ, গত সপ্তাহে নিজের ঘর থেকে একেবারেই বের হয়নি সে। জিজ্ঞেস করলে উত্তর আসে, বিরক্ত কোরো না, স্কুলের অনলাইন ক্লাস চলছে। সন্দেহ হয়নি পেশায় নিরাপত্তারক্ষী বাবা ও দৃষ্টিহীন মায়ের। এভাবেই চলছিল।
আকাশ নিউজ ডেস্ক 

























