আকাশ আইসিটি ডেস্ক :
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফরম হোয়াটসঅ্যাপ আর মাত্র ১০ দিন পর নতুন নিয়ম চালু করতে যাচ্ছে।
আগামী ১ নভেম্বর থেকে ৪৩টি ফোনে বন্ধ হয়ে যাবে এ মেসেজিং অ্যাপটি। এ তালিকায় রয়েছে পুরোনো অ্যান্ড্রয়েড ও আইওএস ফোনগুলো।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, যারা এখনো ৪.০.৪ বা তার চেয়ে কম ভার্সনের স্মার্টফোন ব্যবহার করছেন তাদের উচিত ফোনের ভার্সন আপডেট করে নেওয়া বা নতুন ডিভাইসে অ্যাকাউন্টটিকে ট্রান্সফার করে নেওয়া। অন্তত চ্যাটের ব্যাকআপ নিয়ে রাখার পরামর্শ দিচ্ছে প্রতিষ্ঠানটি।
যেসব ফোনে কাজ করবে না হোয়াটসঅ্যাপ :
* স্যামসাং গ্যালাক্সি এস৩ মিনি, ট্রেন্ড টু, ট্রেন্ড লাইট, এস ২
* এলজি অপটিমাস এফ সেভেন, এফ ফাইভ, এলথ্রি টু ডুয়াল, এফ সেভেন টু, এফ ফাইভ টু
* সনি এক্সপিরিয়া
* হুয়েই অ্যাসেন্ড মেট ও অ্যাসেন্ট ডি টু *অ্যাপল আইফোন এসই, সিক্স এস ও সিক্স এস প্লাস
হোয়াটসঅ্যাপ মাঝেমধ্যেই অ্যাপের মিনিমাস সিস্টেম রিকোয়ারমেন্ট আপডেট করে। আর এটা হলে কিছু কিছু স্মার্টফোনের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ আর কাজ করে না।
আকাশ নিউজ ডেস্ক 

























