ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একটি রাজনৈতিক দল বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করে আনছে: ফখরুলের অভিযোগ নরসিংদীতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, অভিযুক্তর বাড়িতে ভাঙচুর-আগুন ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসঙ্গে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে: জাইমা রহমান চাকরির ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে কিনা তা দেখা উচিত : আমীর খসরু ওসমানী হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার যুক্তরাষ্ট্রেকেও খেসারত দিতে হবে, ফরাসি কৃষিমন্ত্রীর হুঁশিয়ারি ভুয়া জরিপ ও মিথ্যা প্রচারণা দিয়ে রাজনৈতিক ইতিহাস বদলানো যাবে না : দুদু গণ-অভ্যুত্থানের নিষ্ঠুরতম খুনিদের বিচার নিশ্চিত করা হবে : তাজুল ইসলাম এক্সপেকটেশন যদি ১০ থাকে, অন্তত চার তো অর্জন করতে পেরেছি : আসিফ নজরুল

পাকিস্তানে সুযোগ না পাওয়ার শঙ্কায় দেশ ছাড়লেন আকমল

আকাশ স্পোর্টস ডেস্ক:

রমিজ রাজা গত মাসে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই বলেছেন দুর্নীতিগ্রস্তদের ঠাঁই হবে না পাকিস্তান দলে।

পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক এই তারকা ওপেনার দেশের ক্রিকেটপ্রধান হওয়ার পর অনেকের জাতীয় দলে ফেরার স্বপ্ন ফিকে হয়ে গেছে। হয়তো সেই আশঙ্কায় দেশ ছেড়ে ইংল্যান্ডের ঘরোয়া লিগে খেলতে পাড়ি জমিয়েছেন উমর আকমল।

২০১৯ সালের অক্টোবরে পাকিস্তানের হয়ে শেষবার খেলেন উমর আকমল। জাতীয় দলের হয়ে ১৬ টেস্ট, ১২১ ওয়ানডে আর ৮৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৩টি সেঞ্চুরিতে ৫ হাজার ৮৮৭ রান করেন তিনি।

ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে- ৩১ বছর বয়সী আকমল ইংল্যান্ডের ক্যালিফোর্নিয়ার নর্দার্ন ক্রিকেট সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। পাকিস্তানের সঙ্গে সম্পর্কছেদ করে আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রেই নিজের ভবিষ্যতের পরিকল্পনা করছেন আকমল।

ক্যালিফোর্নিয়ায় খেলতে যাওয়ার আগে পাকিস্তানের টি-টোয়েন্টি কাপে সেন্ট্রাল পাঞ্জাব সেকেন্ড একাদশের হয়ে পাঁচ ম্যাচে উমর আকমল করেছেন ০, ১৪, ৭, ১৬ ও ২৯ রান।

আগামী ২০ অক্টোবর পাকিস্তানে শুরু হচ্ছে কয়েদ-ই-আজম ট্রফি। উমর আকমল যুক্তরাষ্ট্র থেকে পাকিস্তানে ফিরে এ টুর্নামেন্টে অংশ নেবেন কিনা তা এখনো নিশ্চিত নয়।

উমর আকমলের পরিবারের এক সদস্য সংবাদমাধ্যমে বলেছেন, উমরের থেকেও গুরুতর অভিযোগে অনেকে নিষিদ্ধ হয়েছেন। ঘটনা হলো- এই সিস্টেম উমরের প্রতি কোনোদিন সদয় ছিল না। খারাপ ফিটনেস সত্ত্বেও জাতীয় দলে অনেককে জায়গা দেওয়ার জন্য সমঝোতা করা হচ্ছে। তবে উমরের জন্য এমনই নিয়ম করেছে যাতে সে আর কোনোদিন জাতীয় দলে না খেলতে পারে।

২০২০ সালে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুর্নীতিবিরোধী ধারা লঙ্ঘন করার অভিযোগে নিষিদ্ধ করা হয় কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের তারকা ক্রিকেটার উমর আকমলকে। পিসিবি তাকে ১৮ মাসের নিষেধাজ্ঞা দেয়। অবশ্য সেই শাস্তির মেয়াদ ছয় মাসে কমিয়ে আনা হয়। ক্যারিয়ারে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন উমর আকমল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উত্তরায় নিরাপত্তাকর্মীকে পিটিয়ে অস্ত্র ছিনতাই-অপহরণ

পাকিস্তানে সুযোগ না পাওয়ার শঙ্কায় দেশ ছাড়লেন আকমল

আপডেট সময় ০৭:৫৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১

আকাশ স্পোর্টস ডেস্ক:

রমিজ রাজা গত মাসে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই বলেছেন দুর্নীতিগ্রস্তদের ঠাঁই হবে না পাকিস্তান দলে।

পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক এই তারকা ওপেনার দেশের ক্রিকেটপ্রধান হওয়ার পর অনেকের জাতীয় দলে ফেরার স্বপ্ন ফিকে হয়ে গেছে। হয়তো সেই আশঙ্কায় দেশ ছেড়ে ইংল্যান্ডের ঘরোয়া লিগে খেলতে পাড়ি জমিয়েছেন উমর আকমল।

২০১৯ সালের অক্টোবরে পাকিস্তানের হয়ে শেষবার খেলেন উমর আকমল। জাতীয় দলের হয়ে ১৬ টেস্ট, ১২১ ওয়ানডে আর ৮৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৩টি সেঞ্চুরিতে ৫ হাজার ৮৮৭ রান করেন তিনি।

ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে- ৩১ বছর বয়সী আকমল ইংল্যান্ডের ক্যালিফোর্নিয়ার নর্দার্ন ক্রিকেট সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। পাকিস্তানের সঙ্গে সম্পর্কছেদ করে আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রেই নিজের ভবিষ্যতের পরিকল্পনা করছেন আকমল।

ক্যালিফোর্নিয়ায় খেলতে যাওয়ার আগে পাকিস্তানের টি-টোয়েন্টি কাপে সেন্ট্রাল পাঞ্জাব সেকেন্ড একাদশের হয়ে পাঁচ ম্যাচে উমর আকমল করেছেন ০, ১৪, ৭, ১৬ ও ২৯ রান।

আগামী ২০ অক্টোবর পাকিস্তানে শুরু হচ্ছে কয়েদ-ই-আজম ট্রফি। উমর আকমল যুক্তরাষ্ট্র থেকে পাকিস্তানে ফিরে এ টুর্নামেন্টে অংশ নেবেন কিনা তা এখনো নিশ্চিত নয়।

উমর আকমলের পরিবারের এক সদস্য সংবাদমাধ্যমে বলেছেন, উমরের থেকেও গুরুতর অভিযোগে অনেকে নিষিদ্ধ হয়েছেন। ঘটনা হলো- এই সিস্টেম উমরের প্রতি কোনোদিন সদয় ছিল না। খারাপ ফিটনেস সত্ত্বেও জাতীয় দলে অনেককে জায়গা দেওয়ার জন্য সমঝোতা করা হচ্ছে। তবে উমরের জন্য এমনই নিয়ম করেছে যাতে সে আর কোনোদিন জাতীয় দলে না খেলতে পারে।

২০২০ সালে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুর্নীতিবিরোধী ধারা লঙ্ঘন করার অভিযোগে নিষিদ্ধ করা হয় কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের তারকা ক্রিকেটার উমর আকমলকে। পিসিবি তাকে ১৮ মাসের নিষেধাজ্ঞা দেয়। অবশ্য সেই শাস্তির মেয়াদ ছয় মাসে কমিয়ে আনা হয়। ক্যারিয়ারে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন উমর আকমল।