ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ দিয়েছে ইসি এমপি যদি সৎ হন, ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার: রুমিন ফারহানা ‘ধর্মের নামে ব্যবসা করে যারা নির্বাচনে জিততে চায়, তারা এ দেশে আর কখনো গ্রহণযোগ্যতা পাবে না’:ফারুক পার্থকে ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী গণহত্যার বিচারে ধরনের কম্প্রোমাইজ নয়: প্রসিকিউটর তামিম স্ত্রীর কোনো স্বর্ণ নেই, তাহেরির আছে ৩১ ভরি স্বর্ণ নির্বাচনে ভোট ডাকাতি যেন আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে : প্রধান উপদেষ্টা ইরানে অর্ধশতাধিক মসজিদ-১৮০ অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ নির্বাচন বানচালে দেশবিরোধী শক্তি অপচেষ্টা ও সহিংসতা চালাচ্ছে : মির্জা আব্বাস

‘অক্ষম’ বলায় শ্রাবন্তীকে যা বললেন রোশান

আকাশ বিনোদন ডেস্ক :

থামছে না শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও রোশান সিংয়ের দাম্পত্য কলহ। মনের দূরত্ব তৈরি হয়েছে অনেক আগে। প্রায় এক বছর এক ছাদের তলায় থাকেন না রোশান-শ্রাবন্তী। কাগজে কলমে তিন নম্বর বিয়ে পাট চুকিয়ে ফেলতে চান অভিনেত্রী। চলতি মাসেই প্রকাশ্যে এসেছে আলিপুর আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেছেন শ্রাবন্তী। এর মাঝেই স্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন রোশান। গত ১৬ সেপ্টেম্বর আলিপুর আদালতে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেন শ্রাবন্তী, এমনটাই জানা যায় গত ১৯ তারিখ। কিন্তু রোশান জানালেন, ১২ দিন পরেও তিনি কোনো ডিভোর্স নোটিশ পাননি।

এক সাক্ষাৎকারে শ্রাবন্তীর তিন নম্বর স্বামী জানান, নায়িকার অনেক বন্ধুর সঙ্গেই তার যোগযোগ রয়েছে। আর সেখান থেকেই তিনি জানতে পেরেছেন ঘনিষ্ঠমহলে রোশানকে নিয়ে নানান বিভ্রান্তিকর মন্তব্য করে চলেছেন নায়িকা। রোশানের অনুযোগ, ‘আমি শুনছি শ্রাবন্তী নাকি বলেছে, আমি মোটা। ওজন বেশি হওয়ার জন্য আমি নাকি সঙ্গমে সক্রিয় নই’। এই ধরনের কুরুচিকর মন্তব্যে মর্মাহত রোশান। রোোনের কথায় শ্রাবন্তী নিজে সরাসরি একথা তাকে না বললেও, যাদের মুখে তিনি একথা শুনেছেন তারা সকলেই বিশ্বস্ত বন্ধু।

রোশান এই ধরনের হেনস্থার মুখে পড়ে মারাত্মক বিস্মিত। কেন তাকে এমন প্রশ্নবাণে বিদ্ধ হতে হবে? রোশানের কথায়, তাকে চোর অপবাদও দেওয়া হয়েছে। বলা হচ্ছে, তিনি নাকি শ্রাবন্তীর ১ কোটি টাকা নিয়ে চলে গেছেন। এমনকি রোশানের সাবেক প্রেমিকাকে ফোন করে বিবাহবিচ্ছেদের কথা জানানো হচ্ছে, এসব কথার মানে খুঁজে পাচ্ছেন না রোশান। রোশান অকপটে বলেন, ‘ওদের রাজনৈতিক ক্ষমতা বেশি। ওরা চাইলে আমার সঙ্গে নাকি যা খুশি করতে পারে। আমার পরিবারকেও টেনে এনে অসম্মান করা হচ্ছে।’

রোশানের কথায়, তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে শ্রাবন্তী যেন তা আদালতে করেন। পরিস্থিতিকে এভাবে কলুষিত করবার কোনো প্রযোজন নেই, দাবি তার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ দিয়েছে ইসি

‘অক্ষম’ বলায় শ্রাবন্তীকে যা বললেন রোশান

আপডেট সময় ১০:৩৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১

আকাশ বিনোদন ডেস্ক :

থামছে না শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও রোশান সিংয়ের দাম্পত্য কলহ। মনের দূরত্ব তৈরি হয়েছে অনেক আগে। প্রায় এক বছর এক ছাদের তলায় থাকেন না রোশান-শ্রাবন্তী। কাগজে কলমে তিন নম্বর বিয়ে পাট চুকিয়ে ফেলতে চান অভিনেত্রী। চলতি মাসেই প্রকাশ্যে এসেছে আলিপুর আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেছেন শ্রাবন্তী। এর মাঝেই স্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন রোশান। গত ১৬ সেপ্টেম্বর আলিপুর আদালতে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেন শ্রাবন্তী, এমনটাই জানা যায় গত ১৯ তারিখ। কিন্তু রোশান জানালেন, ১২ দিন পরেও তিনি কোনো ডিভোর্স নোটিশ পাননি।

এক সাক্ষাৎকারে শ্রাবন্তীর তিন নম্বর স্বামী জানান, নায়িকার অনেক বন্ধুর সঙ্গেই তার যোগযোগ রয়েছে। আর সেখান থেকেই তিনি জানতে পেরেছেন ঘনিষ্ঠমহলে রোশানকে নিয়ে নানান বিভ্রান্তিকর মন্তব্য করে চলেছেন নায়িকা। রোশানের অনুযোগ, ‘আমি শুনছি শ্রাবন্তী নাকি বলেছে, আমি মোটা। ওজন বেশি হওয়ার জন্য আমি নাকি সঙ্গমে সক্রিয় নই’। এই ধরনের কুরুচিকর মন্তব্যে মর্মাহত রোশান। রোোনের কথায় শ্রাবন্তী নিজে সরাসরি একথা তাকে না বললেও, যাদের মুখে তিনি একথা শুনেছেন তারা সকলেই বিশ্বস্ত বন্ধু।

রোশান এই ধরনের হেনস্থার মুখে পড়ে মারাত্মক বিস্মিত। কেন তাকে এমন প্রশ্নবাণে বিদ্ধ হতে হবে? রোশানের কথায়, তাকে চোর অপবাদও দেওয়া হয়েছে। বলা হচ্ছে, তিনি নাকি শ্রাবন্তীর ১ কোটি টাকা নিয়ে চলে গেছেন। এমনকি রোশানের সাবেক প্রেমিকাকে ফোন করে বিবাহবিচ্ছেদের কথা জানানো হচ্ছে, এসব কথার মানে খুঁজে পাচ্ছেন না রোশান। রোশান অকপটে বলেন, ‘ওদের রাজনৈতিক ক্ষমতা বেশি। ওরা চাইলে আমার সঙ্গে নাকি যা খুশি করতে পারে। আমার পরিবারকেও টেনে এনে অসম্মান করা হচ্ছে।’

রোশানের কথায়, তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে শ্রাবন্তী যেন তা আদালতে করেন। পরিস্থিতিকে এভাবে কলুষিত করবার কোনো প্রযোজন নেই, দাবি তার।