ঢাকা ০৬:০১ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে ৮ যাত্রী নিয়ে বোম্বার্ডিয়ার জেট বিধ্বস্ত শেখ হাসিনা পালিয়ে আমাদের বিপদে ফেলে গেছেন,তিনি থাকলে অন্তত একটা গণতান্ত্রিক ব্যবস্থা চলত: মির্জা ফখরুল দুই হত্যা মামলায় হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আগামী নির্বাচন হবে মানুষের জীবন ও ভাগ্য বদলে দেওয়ার নির্বাচন : সালাহউদ্দিন ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্বমিত্র চাকমার চানখারপুলে ৬ হত্যা মামলার রায়ে অসন্তুষ্ট রাষ্ট্রপক্ষ, করা হবে আপিল গণভোট-সংসদ নির্বাচনের ফল হবে একসঙ্গে : ইসি সচিব পাকিস্তানকে বিশ্বকাপে খেলার অনুমতি দেবে না সরকার সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড নির্বাচনে নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে সশস্ত্র বাহিনীকে নির্দেশ প্রধান উপদেষ্টার

জার্মানিতে প্রাথমিক ফলে জয়ী এসপিডি, পিছিয়ে মার্কেলের দল

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জামার্নির জাতীয় নির্বাচনে প্রাথমিক ফলে বিজয়ী হয়েছে সামাজিক গণতন্ত্রী দল এসপিডি। তারা বিদায়ী চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সিডিইউ/সিএসইউ দলের চেয়ে ২ শতাংশ ভোটে এগিয়ে গিয়েছে৷ জোট সরকার গঠিত হবে কি না সে বিষয়টি এখনো অস্পষ্ট।

এই ফলে দেখা যাচ্ছে সামাজিক গণতন্ত্রী এসপিডি (২৫.৭ শতাংশ), খ্রিষ্টীয় গণতন্ত্রী সিডিইউ/সিএসইউ (২৪.১ শতাংশ), সবুজ দল (১৪.৮ শতাংশ), মুক্ত গণতন্ত্রী এফডিপি (১১.৫ শতাংশ), অভিবাসনবিরোধী এএফডি (১০.৩ শতাংশ), বাম দল (৪.৯ শতাংশ) ও অন্যান্য (৮.৬ শতাংশ) ভোট পেয়েছে৷ খবর ডয়চে ভেলের

চূড়ান্ত আনুষ্ঠানিক ফলাফল আসতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে। চূড়ান্ত ফলের পরই এসপিডি নতুন সরকার গঠনের জন্য জোটের আলোচনা শুরু করবে। এর মাধ্যমে ১৬ বছর পর মার্কেল অবসর নেয়ায় নতুন চ্যান্সেলর পাবে জার্মানি।

সামাজিক গণতন্ত্রী দল এসপিডি প্রাথমিক ফলে পাওয়া জয় উদযাপন করলেও চূড়ান্ত ফলের দিকে চেয়ে আছে। কারণ সামান্য ব্যবধান থাকায় ফল নিয়ে পুরোপুরি নিশ্চিত হতে পারছেন না তারা।

এসপিডির চ্যান্সেলর প্রার্থী ওলাফ শলৎস বলেছেন, ভোটাররা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তারা তাকে ‘পরবর্তী চ্যান্সেলর’ হিসেবে চান৷

সিডিইউ/সিএসইউর চ্যান্সেলর প্রার্থী আরমিন লাশেট বলেছেন, খারাপ ফল সত্ত্বেও একটি নতুন সরকার গঠনের জন্য ‘আমরা যতটুকু পারি’ চেষ্টা করে যাব৷ নির্বাচনের এমন ফলে আমরা সন্তুষ্ট হতে পারি না৷

লাশেট বলেন, ‘আমরা রক্ষণশীলদের নেতৃত্বে একটি সরকার গঠনের চেষ্টা চালিয়ে যাব কারণ জার্মানদের এখন এমন জোট প্রয়োজন যেটা আমাদের দেশের আধুনিকায়নের জন্য দরকার৷’

সবুজ দলের চ্যান্সেলর প্রার্থী আনালেনা বেয়ারবক জানান, গত নির্বাচনের চেয়ে ভোট বাড়লেও তার দল প্রত্যাশা অনুযায়ী ফল পায়নি৷ তিনি বলেন, ‘আমরা আরও চেয়েছিলাম৷ আমরা তা পাইনি৷ এর একটা কারণ প্রচারণার শুরুতে আমরা কিছু ভুল করেছিলাম- আমারও ভুল ছিল৷’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় স্বামীকে খুঁজে পেতে পুরস্কার ঘোষণা করলেন স্ত্রী

জার্মানিতে প্রাথমিক ফলে জয়ী এসপিডি, পিছিয়ে মার্কেলের দল

আপডেট সময় ১২:১৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জামার্নির জাতীয় নির্বাচনে প্রাথমিক ফলে বিজয়ী হয়েছে সামাজিক গণতন্ত্রী দল এসপিডি। তারা বিদায়ী চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সিডিইউ/সিএসইউ দলের চেয়ে ২ শতাংশ ভোটে এগিয়ে গিয়েছে৷ জোট সরকার গঠিত হবে কি না সে বিষয়টি এখনো অস্পষ্ট।

এই ফলে দেখা যাচ্ছে সামাজিক গণতন্ত্রী এসপিডি (২৫.৭ শতাংশ), খ্রিষ্টীয় গণতন্ত্রী সিডিইউ/সিএসইউ (২৪.১ শতাংশ), সবুজ দল (১৪.৮ শতাংশ), মুক্ত গণতন্ত্রী এফডিপি (১১.৫ শতাংশ), অভিবাসনবিরোধী এএফডি (১০.৩ শতাংশ), বাম দল (৪.৯ শতাংশ) ও অন্যান্য (৮.৬ শতাংশ) ভোট পেয়েছে৷ খবর ডয়চে ভেলের

চূড়ান্ত আনুষ্ঠানিক ফলাফল আসতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে। চূড়ান্ত ফলের পরই এসপিডি নতুন সরকার গঠনের জন্য জোটের আলোচনা শুরু করবে। এর মাধ্যমে ১৬ বছর পর মার্কেল অবসর নেয়ায় নতুন চ্যান্সেলর পাবে জার্মানি।

সামাজিক গণতন্ত্রী দল এসপিডি প্রাথমিক ফলে পাওয়া জয় উদযাপন করলেও চূড়ান্ত ফলের দিকে চেয়ে আছে। কারণ সামান্য ব্যবধান থাকায় ফল নিয়ে পুরোপুরি নিশ্চিত হতে পারছেন না তারা।

এসপিডির চ্যান্সেলর প্রার্থী ওলাফ শলৎস বলেছেন, ভোটাররা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তারা তাকে ‘পরবর্তী চ্যান্সেলর’ হিসেবে চান৷

সিডিইউ/সিএসইউর চ্যান্সেলর প্রার্থী আরমিন লাশেট বলেছেন, খারাপ ফল সত্ত্বেও একটি নতুন সরকার গঠনের জন্য ‘আমরা যতটুকু পারি’ চেষ্টা করে যাব৷ নির্বাচনের এমন ফলে আমরা সন্তুষ্ট হতে পারি না৷

লাশেট বলেন, ‘আমরা রক্ষণশীলদের নেতৃত্বে একটি সরকার গঠনের চেষ্টা চালিয়ে যাব কারণ জার্মানদের এখন এমন জোট প্রয়োজন যেটা আমাদের দেশের আধুনিকায়নের জন্য দরকার৷’

সবুজ দলের চ্যান্সেলর প্রার্থী আনালেনা বেয়ারবক জানান, গত নির্বাচনের চেয়ে ভোট বাড়লেও তার দল প্রত্যাশা অনুযায়ী ফল পায়নি৷ তিনি বলেন, ‘আমরা আরও চেয়েছিলাম৷ আমরা তা পাইনি৷ এর একটা কারণ প্রচারণার শুরুতে আমরা কিছু ভুল করেছিলাম- আমারও ভুল ছিল৷’