অাকাশ জাতীয় ডেস্ক:
রোববার সকাল ১২টা ২০ মিনিটে রাজধানী ঢাকার বিজয় সরণি এলাকায় চন্দ্রিমা উদ্যানের সামনে সড়ক দুর্ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। এছাড়া তাদের সবাইকে পঙ্গু হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ওই এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশের পরিদর্শক কামরুল দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রোববার বেলা ১২টা ২০ মিনিটে বিজয় সরণি এলাকায় চন্দ্রিমা উদ্যানের সামনে চলন্ত একটি অ্যাম্বুলেন্সের পাশে সজোরে আঘাত করে বিহঙ্গ পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এতে ওই অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা রোগীসহ পাঁচজন আহত হন।
এছাড়া এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে পাঠায়। এ সময় ঘাতক বাসচালক ও তার সহকারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
আকাশ নিউজ ডেস্ক 

























