অাকাশ জাতীয় ডেস্ক:
রোববার দুপুরের দিকে সাতক্ষীরা ভোমরা পশ্চিমপাড়া এলাকায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। মৃতরা হলো, রিমা খাতুন (৪) ও ইমা খাতুন (৩)।
স্থানীয়রা জানান, দুই বোন বাড়ির পাশে একটি পুকুরের ধারে খেলা করছিল। এ সময় তারা পুকুরে পড়ে যায়। বাড়ির লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে দুপুর আড়াইটার দিকে তাদের মৃতদেহ পুকুর থেকে উদ্ধার করে। এছাড়া তারা ভোমরা পশ্চিমপাড়া গ্রামের রবিউল ইসলামের মেয়ে।
সাতক্ষীরা সদর থানার এসআই হুমায়ুন কবির ঘটনাস্থল পরিদর্শন করে জানান, আপন দুই বোন খেলা করতে করতে পুকুরে পড়ে যায়। অনেক পরে তাদের লাশ পুকুরে ভেসে উঠে।
আকাশ নিউজ ডেস্ক 
























