আকাশ আইসিটি ডেস্ক :
মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল গত সপ্তাহে তাদের মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের চূড়ান্ত বেটা সংস্করণ প্রকাশ করেছে। এখন এক্সডিএ জানিয়েছে, আগামী ৪ অক্টোবর গুগলের অ্যান্ড্রয়েড ওপেন সোর্স প্রজেক্ট (এওএসপি)-এর অধীনে উন্মুক্ত হবে অ্যান্ড্রয়েড ১২-এর সোর্স কোড।
গুগলের একটি অভ্যন্তরীণ নথিতে দেখা যায়, অ্যান্ড্রয়েড ১২-এর প্রকাশ সম্পর্কিত বিভিন্ন তথ্য রয়েছে। সেখানে অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণের সোর্স কোর্ড প্রকাশের এ তারিখও উল্লেখ করা হয়েছে। আগের বছরগুলোতে যেদিনই এওএসপি উন্মুক্ত করা হয়, সেদিনই পিক্সেল ফোনে নতুন অ্যান্ড্রয়েড সংস্করণের স্ট্যাবল রিলিজ প্রকাশ হয়। অ্যান্ড্রয়েড ১২-এর ক্ষেত্রেও সেটি ঘটতে পারে। ফলে ৪ অক্টোবর পিক্সেল ফোনে অ্যান্ড্রয়েড ১২ উন্মুক্ত হতে পারে।
এ ছাড়া যখনই গুগল সোর্স কোড প্রকাশ করবে তখন স্যামসাং, শাওমি, মটোরোলার মতো মোবাইল নির্মাতা প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব সফটওয়্যার স্ক্রিনে নতুন অ্যান্ড্রয়েড সংস্করণ বাস্তবায়ন শুরু করতে পারবে।
আকাশ নিউজ ডেস্ক 

























